Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থাকবেন ১৯ ও ২০ তারিখ

একুশে নির্বাচনের আগে গেরুয়া শিবির সর্বশক্তি দিয়ে বাংলা জয়ের উদ্দেশে মাঠে নেমে পড়েছে। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে বাংলার জনগণকে বোঝাতে চাইছে যে দিল্লি বাংলার পাশে আছে। ভোটের…

Avatar

একুশে নির্বাচনের আগে গেরুয়া শিবির সর্বশক্তি দিয়ে বাংলা জয়ের উদ্দেশে মাঠে নেমে পড়েছে। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে বাংলার জনগণকে বোঝাতে চাইছে যে দিল্লি বাংলার পাশে আছে। ভোটের কাজের জন্য একাধিক প্রথম সারির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আছে। তারই মধ্যে রাজ্য সফরে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার আবার বাংলা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ আগামী ১৯ ও ২০ তারিক দুদিনের জন্য বাংলা সফরে আসছেন। এবারের তার বাংলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরে গতকাল চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। ডায়মন্ড হারবারে জনসভা করতে গিয়ে একাধিক বিজেপি নেতার গাড়ি বিক্ষোভকারীরা ইট পাথর ছুড়ে ভেঙেছিল। এমন নিন্দনীয় ঘটনাকে একদমই হালকাভাবে নেইনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাথে সাথেই রাজ্যের রাজ্যপালকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে রিপোর্ট দিতে বলেছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর গতকাল এই ঘটনার পর আজই ঘোষণা করা হয়েছে আগামী ১৯ ও ২০ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে আসবেন ফের। তিনি এসে কলকাতা ছাড়া অন্যান্য জেলাগুলিতে কর্মসূচি করবেন। আসলে একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবির তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে নেমে পড়েছে। তারা অন্য রাজনৈতিক দলগুলিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। রাজ্যের এমন অরাজক পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বুঝিয়ে দিতে চান যে বাংলার মানুষের পাশে দিল্লি আছে। যেভাবে দৈনন্দিন বিজেপি নেতা কর্মীরা হেনস্তার শিকার হচ্ছে তা বন্ধ করার জন্য তিনি কড়া বার্তা দিতে চান। তবে তা ফোনে নয়। সরাসরি তিনি রাজ্যে এসে জেলায় জেলায় কর্মসূচি করবেন।

About Author