Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নন্দিগ্রাম দিবসে রাজ্যে আসছেন অমিত শাহ, সভা করবেন খড়্গপুরে

বর্তমানে বিজেপির মূল লক্ষ্য হলো নবান্ন দখল। আর মাত্র ২ সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ হবে প্রথম দফার ভোট। তার আগেই এবারে প্রধানমন্ত্রী মোদির ডান হাত অমিত…

Avatar

By

বর্তমানে বিজেপির মূল লক্ষ্য হলো নবান্ন দখল। আর মাত্র ২ সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ হবে প্রথম দফার ভোট। তার আগেই এবারে প্রধানমন্ত্রী মোদির ডান হাত অমিত শাহ আসছেন বাংলায়। আজকেই তার বাংলা সফরে আসার কথা।

রবিবার বিকেলে খড়্গপুরে রোড শো করবেন তিনি। তারপরেই সোজা গন্তব্য জঙ্গলমহল। খড়গপুর সভাপতি করা হয়েছে নবাগত হিরন কে। দিলীপ ঘোষের এলাকায় কেন হিরনকে প্রার্থী করা হলো সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। তার মধ্যেই খড়্গপুরে জনসভায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও আগামীকাল ঝাড়গ্রামে জনসভা করবেন অমিত শাহ। আগামীকাল দুপুরে রানিবাঁধ বিধানসভার খাত্রায় জনসভা করবেন অমিত। ইতিমধ্যেই খুঁটি পূজার আয়োজন হয়ে গিয়েছে এই সভার জন্য। আদিবাসী প্রতিনিধিরা এই খুঁটি পূজার সময় উপস্থিত ছিলেন।

এবারের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে বারংবার বাংলায় আসছেন কেন্দ্রীয় নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা একাধিকবার বাংলায় এসে সফর করে গিয়েছেন। আবারো বাংলায় সফরে আসছেন অমিত শাহ। তাই এটা স্পষ্ট, বাংলার নির্বাচনকে এবারে বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে।

About Author