Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও

কাল বুধবার বাংলা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। তারপর বৃহস্পতিবার হেলিকপ্টারে করে যাবেন বাঁকুড়ায়। সেখানে তার রবীন্দ্র ভবনে কর্মসূচি আছে। তিনি…

Avatar

কাল বুধবার বাংলা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। তারপর বৃহস্পতিবার হেলিকপ্টারে করে যাবেন বাঁকুড়ায়। সেখানে তার রবীন্দ্র ভবনে কর্মসূচি আছে। তিনি সেখানকার বিজেপি কর্মকর্তাদের সাথে আগামী ভোটের জন্য বৈঠক করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের কথা ভেবে গেরুয়া শিবির রাজ্য বিজেপি সংগঠনকে ৫ টি জোনে ভাগ করেছে। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পুজোর সময় বৈঠক করে গেছেন। এরপর অমিত শাহ বাংলায় এসে মূলত চারটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। নভেম্বর ৫ তারিখে বর্ধমান ও মেদিনীপুর জোন এবং নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৬ তারিখ কলকাতায় ফিরে তার কাছে শেষ হয়ে গেলে তার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার কথা। সেখান থেকে তিনি যাবেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। তারপর তার একজন উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিকল্পনাও আছে বলে জানা গিয়েছে।

এছাড়াও ৬ তারিখ শুক্রবার তিনি সল্টলেকের ইজেডসিসি-তে একটি দলীয় বৈঠকে উপস্থিত থাকবেন। ভোটের জন্য বৈঠক ছাড়াও তিনি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে তাদের সমস্যার ব্যাপার নিয়ে কথা বলবে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই অবশ্য অমিত শাহ দিল্লি ফিরে যাবেন।

About Author