Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে রাজ্য সভায় বক্তব্য রাখলেন অমিত শাহ

অরূপ মাহাত: নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আসা কেন জরুরি হয়ে পড়েছে, সে কথা জানাতে আজ রাজ্যসভায় মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদেশ থেকে আসা বিভিন্ন ধর্মীয় শরনার্থীদের রক্ষা করা ভারতের…

Avatar

অরূপ মাহাত: নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আসা কেন জরুরি হয়ে পড়েছে, সে কথা জানাতে আজ রাজ্যসভায় মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদেশ থেকে আসা বিভিন্ন ধর্মীয় শরনার্থীদের রক্ষা করা ভারতের বলে মনে করিয়ে নাগরিকত্ব সংশোধন বিলের সপক্ষে এদিন বক্তব্য রাখেন তিনি।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বলেন, ‘বিভিন্ন ধর্মের মানুষ যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে প্রতিনিয়ত বৈষম্যের শিকার তাদের ভারতের নাগরিকত্ব দিতেই নাগরিকত্ব আইন সংশোধন করা প্রয়োজন।’ তাঁর বক্তব্যের মধ্যেই প্রচ্ছন্ন ভাবে তিনি বুঝিয়ে দেন যে শরনার্থী মুসলিমদের জন্য ভারতে কোন জায়গা নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বক্তব্যের মধ্যে কোথাও মুসলিমদের প্রসঙ্গ না টানলেও নাগরিকত্ব আইনের সংশোধন যে শুধু অমুসলিম শরনার্থীদের জন্যই সে কথা স্পষ্ট বুঝিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পার্সি শরনার্থীরা ভারতের নাগরিকত্ব পাবে।’ প্রতিবেশী দেশগুলিতে অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেও তাদের মুসলিম বিরোধিতার এজেন্ডা আরও একবার স্পষ্ট করে দিলেন অমিত শাহ।

About Author