Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোটবাক্সে আপনাকে রাজনৈতিক শরনার্থী বানাবে বাংলার মানুষ’, মমতাকে আক্রমণ অমিত শাহের

মঙ্গলবার বিজেপির ভার্চুয়াল সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরের অন্যতম নেতা অমিত শাহ। শুধুমাত্র রাজনীতি করার জন্যই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন মমতা,…

Avatar

মঙ্গলবার বিজেপির ভার্চুয়াল সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরের অন্যতম নেতা অমিত শাহ। শুধুমাত্র রাজনীতি করার জন্যই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন মমতা, অভিযোগ অমিতের। একইসঙ্গে শরনার্থীদের অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী কোনভাবেই আগ্রহী নন বলে দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘ভোটবাক্সে আপনাকেই রাজনৈতিক শরনার্থী বানাবে বাংলার মানুষ।’

একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘১৯৪৭ সালের ভুল সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে আমরা শুধরে নিয়েছি ২০১৯ সালে এসে। দেশভাগের সময় বঞ্চনার শিকার হওয়া পরিবারগুলোর সদস্যদের নিরাপত্তা দিয়েছি আমরা।’ এরপরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ‘ওই দিন ভয়ঙ্কর রূপ দেখেছিলাম দিদির। রেগে গিয়ে কাউকে কোনদিন এইভাবে লাল হতে দেখিনি আমি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সেদিন জনসভা করেছেন, রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন। সামিল হয়েছেন ধর্নাতেও।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরই শরনার্থীদের নিয়ে রাজনীতি করার অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মমতা দিদির কাছে আমার প্রশ্ন, আপনার প্রতি কী অন্যায় করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ? আপনি ওদের এমন ব্যবহার করছেন কেন?’ এই সমস্ত প্রশ্নের উত্তরও এদিন দিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এই সমস্ত মানুষগুলোকে রাজনৈতিক শরনার্থী বানিয়ে রেখে নিজের নিজের ভোটব্যাংক শক্ত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।’

About Author