চলতি বছরেই বিজেপি সভাপতি রূপে নতুন মুখ দেখতে পাওয়া যাবে। অমিত শাহ, একদিকে বিজেপির সভাপতি এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এবার কাঁধ থেকে দলের দায়িত্বটা নামাতে চলেছেন তিনি। ডিসেম্বরেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে।
সোমবার তেমনটাই জানান বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহ। ডিসেম্বরের মধ্যেই বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হবে যাবে। তার আগেই নতুন সভাপতির সন্ধানে ভারতীয় জনতা পার্টি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে প্রশ্ন উঠছে এই যে বিজেপি’র সভাপতির দায়িত্বে নতুন কেউ এলেও, পর্দার আড়াল থেকে দলর পরিচালনার ‘সুপার পাওয়ার’ কি অমিত শাহের হতেই থাকবে?… এই ধরনের সমস্ত সম্ভাবনার কথা খারিজ করে অমিত শাহ বলেন, ‘২০১৪ সালে আমি যখন বিজেপি সভাপতি হয়েছিলাম, সেসময়ও একই রকম প্রশ্ন উঠেছিল।
আমার দায়িত্ব নিয়ে কাজ শুরু করার পর সব জল্পনা বন্ধ হয়ে গিয়েছিল। এইবারও যখন তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরবে তখন সব জল্পনা শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘ বিজেপি কংগ্রেস পার্টি নয়। পিছন থেকে কেউই এভাবে দলের সংগঠন পরিচালনা করতে পারে না।’ বিজেপি ‘এক ব্যক্তি এক পদ’ রীতি অনুসরণ করে চলে। সাংগঠনিক নির্বাচন চলছে। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান অমিত শাহ।