আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর এবং কাল ২০ ডিসেম্বর বাংলায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনে তিনি এ রাজ্যে বেশকিছু দলীয় কর্মসূচি পালন করবেন। আজ প্রথমে তিনি স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে যাবেন। তারপর তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে মেদিনীপুর হেলিপ্যাডে পৌঁছে যাবেন। মেদিনীপুরে পৌঁছে প্রথমে তিনি সিদ্ধেশ্বরী ও মহামায়া মন্দিরে পুজো দেবেন। পুজোর পর স্থানীয় এক কৃষকের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন সারবেন। কৃষকের বাড়িতে ভাত, রুটি, ডাল, ফুলকপি তরকারি, শাক, উচ্ছে পটল ভাজা, সুক্ত ইত্যাদি দিয়ে মধ্যাহ্নভোজন সারবেন তিনি। তারপর মধ্যাহ্নভোজন হলে তিনি মেদিনীপুর কলেজে একটি জনসভা করবেন। এই জনসভায় যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন।Reached Kolkata!
— Amit Shah (@AmitShah) December 18, 2020
I bow to this revered land of greats like Gurudev Tagore, Ishwar Chandra Vidyasagar & Syama Prasad Mookerjee.
কলকাতায় পৌঁছালাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই pic.twitter.com/rEGSjc87Rk
জনসভা করার পর তিনি ফের কলকাতায় এসে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন। এই বৈঠকে অন্যান্য রাজ্যের বিভিন্ন নেতারা থাকবেন বলে জানা গিয়েছে। তারপর আগামীকাল অর্থাৎ ২০ ডিসেম্বর বীরভূমে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বীরভূমের গিয়ে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখবেন তিনি। তারপর দুপুরে শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে অমিত শাহকে বাউল গান শোনানো হবে বলে জানা গিয়েছে। তারপর অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।আমার দুই দিনের সফরের জন্য আমি আজ রাতেই কলকাতায় পৌঁছে যাব।
— Amit Shah (@AmitShah) December 18, 2020
পশ্চিমবঙ্গের প্রিয় ভাই এবং বোনেদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাপচারিতার জন্য আমি উদগ্রীব রইলাম। https://t.co/hd4k3RnJff