- গঙ্গাসাগরের প্রভূত উন্নতি হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার স্বীকৃতি দেওয়া হবে।
- দুই বছরের মধ্যে গোটা এলাকায় নলকূপের শুদ্ধ জল পাওয়া যাবে।
- গতখালী থেকে চন্ডিপুর, মুলাখালি থেকে কুমারমারি সংযুক্ত করা হবে ব্রিজের মাধ্যমে।
- সুন্দরবনের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হবে যা দেশ-বিদেশ থেকে টুরিস্ট আনার ব্যবস্থা করবে।
- সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।
- ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প শুরু হবে।
- সুন্দরবনে এইমস তৈরি হবে।
- প্রতিটি মৎস্যজীবীকে মাসিক ৬ হাজার টাকা করে দেওয়া হবে।
Public meeting at Gosaba, West Bengal. Watch live! https://t.co/MaBP23wKVa
— Amit Shah (@AmitShah) March 23, 2021
সুন্দরবনবাসীর জন্য প্রতিশ্রুতির বন্যা অমিত শাহের, দেখে নিন একনজরে
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। গেরুয়া শিবির নির্বাচনে জেতার জন্য মরিয়া হয়ে রাজ্যের জেলায় জেলায় প্রচার শুরু করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির হয়ে…

আরও পড়ুন