Today Trending Newsদেশনিউজ

CAA নিয়ে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন, মমতা-রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের

Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সিএএ নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে বিতর্কে বসার আহ্বান জানালেন। ‘আমি আজ আপনাদের লক্ষ্মৌতে জন জাগরণ অভিযানে অংশ নিতে এসেছি। আমাদের সরকারের বয়স মাত্র ৮ মাস হয়েছে। এর মধ্যেই আমাকে এখানে আসতে হয়েছে সিএএ নিয়ে বিরোধীদের ক্রমাগত বিভ্রান্তিকর প্রচারের উত্তর দিতে।

Advertisement
Advertisement

আমি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ করছি পারলে সিএএ নিয়ে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন।’ লক্ষ্মৌতে বক্তব্য রাখতে গিয়ে জনতার উদ্দেশ্যে বলেন অমিত শাহ। ‘বিরোধীরা দেশ জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। এই আইন প্রতিবেশী তিন দেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ আরও যোগ করেন তিনি।

Advertisement

আরও পড়ুন : যারা সরকারী সম্পত্তি ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে গুলি করা হবে এবং তারপরে বোমা মারা হবে

Advertisement
Advertisement

নাগরিকত্ব (সংশোধন) আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button