Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাতিল সমস্ত কর্মসূচি, কলকাতায় পা রাখছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

একুশে নির্বাচনের আগে রাজ্যের সব কটি রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরইমধ্যে বাংলার গেরুয়া শিবির তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে। বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

Avatar

একুশে নির্বাচনের আগে রাজ্যের সব কটি রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরইমধ্যে বাংলার গেরুয়া শিবির তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে। বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) বাংলা সফরে আসছেন। ঠিক তেমনভাবেই গতকাল রাতে বাংলা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে অমিত শাহ তার এবারের বাংলা সফর বাতিল করেছেন। কিন্তু কেন এমন করলেন তিনি?

আসলে দিল্লিতে হঠাৎ ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ হাওয়াই দিল্লির নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তাই নিরাপত্তা জনিত সমস্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে। আজ ৩০ জানুয়ারি ধরে অমিত শাহ সভা হওয়ার কথা ছিল। অন্যদিকে আগামীকাল রাজীব বন্দ্যোপাধ্যায, বৈশাখী ডালমিয়া ও একাধিক তৃণমূল নেতাদের ডুমুর জেলা স্টেডিয়ামে শাহ এর হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপি শিবিরে যোগদান করার কথা ছিল। তবে জাতীয় নিরাপত্তায় চিন্তা বাড়ায় অমিত শাহ এর সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। অবশ্য জানা গিয়েছে ডুমুরজলাতে যোগদান মেলা বিফলে যাবেনা। অমিত শাহ এর পরিবর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে বিজেপি যোগ দান কর্মসূচী সম্পন্ন করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, গতকাল রাত্রে ১১ টা নাগাদ কলকাতার ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। তারপর আগামী দু’দিনের মধ্যে ঠাসা কর্মসূচি ছিল তার। প্রথম দিন ঠাকুরনগরে ও দ্বিতীয় দিনে হাওড়া ডুমুরজলায় একাধিক কর্মসূচি করার কথা ছিল তার। এবারের অমিত শাহের বাংলা সফর রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ ছিল। কারণ আজকে তিনি ঠাকুরনগর এগিয়ে মতুয়াদের কাছে সিএএ সম্বন্ধে কেন্দ্রের ভাবনার কথা জানাতে। অন্যদিকে আগামীকাল তৃণমূল বেসুরোদেরে বিজেপিতে নিয়ে তিনি আবারো শাসক শিবিরে অস্বস্তির সৃষ্টি করতেন। যদিও সব পরিকল্পনা বিফলে গেছে। এরই মাঝে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “দিল্লির নিরাপত্তা পরিস্থিতির কারণেই সভা বাতিল করা হয়েছে অমিত শাহের। তবে এই সভা কবে হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।”

About Author