Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রশান্তের বিরুদ্ধে মালব্য, বিধানসভার তাসের খেলায় বিজেপির নতুন টেক্কা

বিজেপি আইটি সেলের প্রধান ছিলেন তিনি। সেখান থেকেই হয়ে গেলেন কেন্দ্রের সহ-পর্যবেক্ষক। ২১ এর ভোটের আগে মালব্যের এমন 'পদোন্নতি' তে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। তাদের মতে এইবার প্রশান্ত কিশোরের…

Avatar

বিজেপি আইটি সেলের প্রধান ছিলেন তিনি। সেখান থেকেই হয়ে গেলেন কেন্দ্রের সহ-পর্যবেক্ষক। ২১ এর ভোটের আগে মালব্যের এমন ‘পদোন্নতি’ তে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। তাদের মতে এইবার প্রশান্ত কিশোরের সাথে সরাসরি লড়াই করবেন বিজেপির মালব্যকে।

এখন স্লোগান থেকে তৈরি হয়েছে ছড়া। সেই ছড়ায় লেখা- ভোটের আগে দেওয়ালে চলে লড়াই রাজনীতির। ফোর জির যুগে ভার্চুয়াল এখন দেওয়াল। কোভিডযুগে তো ফেসবুক আর টুইটারে অলে প্রচার। ভার্চুয়াল-যুদ্ধে বিজেপি এখন আইটি সেল ‘ভারতপ্রসিদ্ধ’। আইটি সেলের প্রধান ছিলেন অমিত মালব্য। নানা অভিযোগও রয়েছে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। নিমেষের মধ্যে নাকি ভুয়ো খবর ছড়িয়ে দেন তারা। এমনটাই অভিযোগ করেছেন বিরোধীরা। আর তারপরই তা ঘোরে সোশ্যাল মিডিয়ার হাজার হাজার গ্রুপে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগে তথ্যপ্রযুক্তির দিকে একাই গল দিত বিজেপি। কিন্তু এখন সেই ক্ষেত্রে অনেকটা এগিয়েছে বিরোধীরাও। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে টক্কর দিচ্ছে তৃণমূল। তবে এইবার কি কাঁটা দিইয়ে কাঁটা তুলতে চাইছে বিজেপি? এমন প্রশ্নই উঠেছে বিশেষজ্ঞদের মনে। তবে কি প্রশান্তকে সামলাতেই মালব্য? তবে এর আগে বিহারের ভোটেও ছিল মালব্যের বড় ভূমিকা। অন্যদিকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জানেন তিনি। তার ওপর অনেকটাই বিশ্বাস রাখছে বিজেপি নেতৃত্ব।

অমিত মালব্য-এর বিষয়ে অজানা নন প্রশান্ত কিশোরও। তিনিও নিজের জায়গা ছাড়তে নারাজ। ফলে যুদ্ধ আরও অনেকটা জটিল এবং কঠিন হতে চলেছে শাসক শিবিরের জন্য বলে মনে করছেন অনেকেই।

About Author