সম্প্রতি কাঁচা বাদাম গানের সাথে একটি বাচ্চা মেয়েকে নাচতে দেখা গিয়েছে। সামাইরা নামটা সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ পরিচিত। এই একরত্তির ভিডিও দেখার অপেক্ষায় থাকেন অগুন্তি নেটনাগরিক। তার ফলোয়ার্স সংখ্যা লাখে কথা বলে। বর্তমানে তার এই কাঁচা বাদাম গানের সাথে বানানো ইনস্টারিলের ভিউজ হয়েছে মিলিয়নে। ভিডিওটি বানানোর সময় এই একরত্তি একটি হলুদ রঙের ক্রপ টপ ও সাদা হট প্যান্ট পরেছিল। এই পোশাকে তাকে যে রীতিমতো মিষ্টি লাগছিলো, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগে শেয়ার করা হলেও এখনো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি।
‘কাঁচা বাদাম’ গানে দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে তুমুল নাচ একরত্তি খুদের, ভিডিও ভাইরাল
বর্তমান যুগে ইনস্টারিল বানানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল…

আরও পড়ুন