ঋদ্ধিমান রায়: তুর্কির রাষ্ট্রপতির স্ত্রীয়ের সঙ্গে ফটোশুট করে বিতর্কে জড়ালেন অভিনেতা আমির খান। আমির খান তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য এই মুহূর্তের তুর্কিতে রয়েছেন। দিনকয়েক আগে তুর্কির রাষ্ট্রপতি ভবন হুবের মেনশন থেকে ফার্স্ট লেডি এমিন এর্দোগান আমিরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে একটি সৌজন্যসূচক ক্যাপশন লেখেন। এরপরই ভারতে ট্রোলের শিকার হতে থাকেন আমির। উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা ওঠানোর সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন তুর্কির রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির স্ত্রীয়ের সঙ্গে এমন সৌজন্য ছবি তোলায় আমিরের উপর চটেছেন দেশের একাংশ। আমিরকে দেশবিরোধী বলেও কটাক্ষ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যে আমিরের তুর্কি সফর নিয়ে মন্তব্য করেছেন বিজেপির সংসদ সুব্রহ্মণীয়ম স্বামী। স্বামী ট্যুইটে কটাক্ষ করে লেখেন–‘কোভিদের নিয়ম অনুযায়ী দেশে ফিরলে আমিরকে দুই সপ্তাহের জন্য সরকারি হোস্টেলে কোয়ারেন্টিনে রেখে দেওয়া উচিত।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমিরের তুর্কি সফর নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা রানাউতও। আমিরকে ‘ভণ্ড’ অভিহিত করে কঙ্গনার মত–‘এটা যথেষ্ট চিন্তাজনক। ভারতে আমির শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি দেশের বিভিন্ন বিষয়ের উপর অংশগ্রহণ করে থাকেন। তিনি একজন বড় আইকন। তাঁকে এসময় একজন ভন্ডের মতই লাগছে। আর তাঁর এই কাজের জন্য মানুষের কাছে সাফাই দেওয়াও উচিত, কারণ তাঁর এই ভূমিকায় অনেক মানুষ আহত হয়েছেন।’
পূর্বেও বিভিন্ন রকম বিতর্কিত কাজ বা বক্তব্যের জন্য দেশ জুড়ে সমালোচিত হতে হয়েছে আমির খানকে।