Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্যুটিংয়ের সময় এক যুবতীর কাছ থেকে চুমু নিলেন আমির খান, হু হু করে ভাইরাল হল অভিনেতার ছবি

এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জানেন অভিনেতা আমির খান (aamir khan) বেশি ছবি তুলতে বা অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পছন্দ করেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে ক্রমশ বদলে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট'। কখনও ক্যামেরার…

Avatar

এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জানেন অভিনেতা আমির খান (aamir khan) বেশি ছবি তুলতে বা অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পছন্দ করেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে ক্রমশ বদলে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কখনও ক্যামেরার সামনে ছবি তোলার জন্য স্ত্রী কিরণ রাও (Kiran Rao)-এর মুখের মাস্ক টেনে খুলে দিয়ে বিতর্ক সৃষ্টি করছেন তো কখনও বিভিন্ন অভিনেত্রীদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন। এহেন আমির এবার সমস্ত আড়ষ্টতা ঝেড়ে ফেলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলেছেন। ছবিগুলির মধ্যে কয়েকটিতে একজন মহিলা টিম মেম্বারকে চুম্বনও করেছেন আমির।

শ্যুটিংয়ের সময় এক যুবতীর কাছ থেকে চুমু নিলেন আমির খান, হু হু করে ভাইরাল হল অভিনেতার ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি শেষ হয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’-র শুটিং। এই মুহূর্তে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি আমির ‘কোই জানে না’ ফিল্মের শুটিংয়ের জন্য মুম্বই থেকে রাজস্থান পৌঁছেছেন। ‘কোই জানে না’ ফিল্মে বিশেষ অতিথির ভূমিকায় দেখা যাবে আমিরকে। এই ফিল্মে অভিনয় করছেন এলি অ্যাব্রাম (Elli Abram)। এলির সঙ্গে আমিরের একটি গানের দৃশ্যের শুটও রয়েছে রাজস্থানে। ‘কোই জানে না’-য় নায়িকার ভূমিকায় অভিনয় করছেন আমায়রা দস্তুর (Amayra Dastur)। আমায়রার বিপরীতে অভিনয় করছেন কুণাল কাপুর (Kunal kapoor)। ‘কোই জানে না’ অভিনেতা আমিন হাজি (Amin Haji)-এর প্রথম পরিচালিত ফিল্ম হতে চলেছে। আমিন জানিয়েছেন, ফিল্মটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। ফিল্মটির প্রযোজনা করছেন ভূষণ কুমার (Bhushan kumar)।

আমির খানের সঙ্গে আমিন হাজির দীর্ঘদিনের বন্ধুত্ব। আমিনের অনুরোধে আমির ‘কোই জানে না’-য় অতিথিশিল্পীর ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছেন। আমির ‘কোই জানে না’-র সেটে পৌঁছে ক্রু মেম্বারদের সঙ্গে একের পর এক ছবি তুলতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় আমিরের ছবি ভাইরাল হয়ে চলেছে। কিন্তু আমিরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ‘লাল সিং চাড্ডা’-র পোস্ট প্রোডাকশনের কাজের জন্য আমির নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছেন। আপাতত আমিরের সঙ্গে কোনো প্রয়োজন হলে তাঁর ম্যানেজারের দ্বারস্থ হচ্ছেন সবাই।

About Author