Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমেরিকার মাটিতে সালসা নেচে তাক লাগিয়ে দিল দুই ভারতীয়, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - 'আমেরিকাস গট ট্যালেন্ট' অনুষ্ঠানের মাটিতে ভারতবাসী যুবক-যুবতী তাদের সালসা নাচে তাক লাগিয়ে দিয়েছে। এই দুজন নিজেদেরকে ব্যাড সালসা নাচবেন বলে জানিয়েছিলেন। এই ব্যাড কথার অর্থ কিন্তু খারাপ…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ‘আমেরিকাস গট ট্যালেন্ট’ অনুষ্ঠানের মাটিতে ভারতবাসী যুবক-যুবতী তাদের সালসা নাচে তাক লাগিয়ে দিয়েছে। এই দুজন নিজেদেরকে ব্যাড সালসা নাচবেন বলে জানিয়েছিলেন। এই ব্যাড কথার অর্থ কিন্তু খারাপ নয়, BAD অর্থাৎ Bivash Academy of Dance. তাদের অসাধারণ সালসা দেখে বিদেশিরা হাততালিতে ভরিয়ে দিয়েছেন। ভারতবাসী হিসাবে প্রত্যেক ভারতবাসী ওদের জন্য গর্ব বোধ করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে ভাইরাল হয়ে গেছে।

শুধু তাই নয়, এরা এর আগেও ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ এবং ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’ এ যোগদান করেছিলেন। যুবকটির নাম সুমন্থ, যুবতীর নাম সোনালী। তাদের নাচের মধ্যে শুধু যে, সাধারণ ছিল তা নয়, সালসা এবং অ্যাক্রবেটিকস এর এক সুন্দর মেলবন্ধন তারা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দু’দিনের মধ্যেই এই ভিডিওটি দর্শকের সংখ্যা প্রায় ৮ মিলিয়ন এর কাছাকাছি পৌঁছেছে। চোখ ধাঁধানো পারফরম্যান্স, এত কম বয়সেও তারা মঞ্চ মাতিয়ে দিয়েছে। ভারতবর্ষের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে নানান রকম প্রতিভা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন গোটা বিশ্ব জুড়ে সকলেই দেখতে পাচ্ছেন। প্রতিটা নাচের পদক্ষেপই আপনাকে শিহরিত করে তুলবে। এত অল্প বয়সে কতটা দক্ষতা থাকলে, বা কতটাই বা অধ্যাবসায় থাকলে, তবেই এমন সুন্দর নাচ দেখিয়ে গোটা বিশ্ববাসীর মন জয় করা যায়, তা সত্যি ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যায় না।

About Author