Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনা শ্রমিকদের অত্যাচারের অভিযোগে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রশাসনের

আমেরিকা : করোনা ভাইরাসের ছড়ানোর উপক্রম থেকেই চিনের ওপর বেজায় ক্ষুব্ধ ভারত। এবার চিনের ওপর ক্ষব্ধ হয়ে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চিনের জিনজিয়াং প্রদেশ থেকে সুতো, চুলের ক্লিপ, সাজার জিনিস,…

Avatar

আমেরিকা : করোনা ভাইরাসের ছড়ানোর উপক্রম থেকেই চিনের ওপর বেজায় ক্ষুব্ধ ভারত। এবার চিনের ওপর ক্ষব্ধ হয়ে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চিনের জিনজিয়াং প্রদেশ থেকে সুতো, চুলের ক্লিপ, সাজার জিনিস, কম্পিউটারের যন্ত্রাংশ এবং বস্ত্র আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন৷মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, মানবাধিকারকে লঙ্ঘন করে এমন কোনও বিষয়কেই প্রশয় দেবে না তারা৷ এমনকি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন করে উৎপাদিত কোনও পণ্যই আসতে দেওয়া হবে না আমেরিকায় সেটিও জানানো হয়েছে চিনকে।আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এর তরফে বলা হয়েছে, “এই পদক্ষেপের মধ্যে দিয়ে বেআইনি এবং অমানবিক ভাবে শ্রম দানে বাধ্য করে চিনে যে পণ্য উৎপাদন করে আমেরিকায় পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হল৷ শ্রমিকদের সঙ্গে এই আচরণ আধুনিক যুগে দাস প্রথার নামান্তর৷ এই পণ্যগুলি আমেরিকায় আসার ফলে আমাদের দেশের শ্রমিক এবং ব্যবসারও ক্ষতি হয়”। 
About Author