উল্লেখ্য, অভিনেত্রী ৪৬ বছর বয়সেও বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের। সম্প্রতি সেকথাই আবারো প্রমাণ করে দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে তাকে প্রয়োজনের থেকে অতিরিক্ত বোল্ড লুকে দেখা গিয়েছিল। লাল-সাদা মনোকিনি লুকেই ক্যামেরার সামনে এদিন ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়েই তুলেছিলেন ছবি। শো-অফ করেছিলেন নিজের টোনড বডিও। খোলা চুলে পরেছিলেন লাল লিপস্টিক। কানে মানানসই দুলের পাশাপাশি চোখে রেখেছিলেন রোদচশমা। গলায় ছিল একটি মূল্যবান পেনডেন্টও। তার শরীরী ভাবভঙ্গিতেও ছিল আবেদনের ছাপ স্পষ্ট। আপাতত, নিজের এই বোল্ড, লাস্যময়ী ঝলকের সূত্র ধরেই অনুরাগীমহলের একাংশের মাঝে আবারো চর্চায় অভিনেত্রী।
দিন দিন সাহসী হচ্ছে ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী, সাহসী ছবি দেখলে আপনার হৃদয় ছটফট করবে
আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি 'বদ্রি' দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে 'কাহো না পেয়ার…

আরও পড়ুন