Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৮ হাজার টাকার ওপর ছাড়, Amazon Sale-এ পাওয়া যাচ্ছে iPhone 12

বিভিন্ন প্রোডাক্ট এর উপর দুর্দান্ত ডিসকাউন্ট নিয়ে ইতিমধ্যেই হাজির হয়ে গেছে Republic Day Sale। এই অফারে জনপ্রিয় ব্র্যান্ড Apple এর iPhone 12 Mini আপনারা পেয়ে যেতে চলেছেন দুর্দান্ত ডিসকাউন্টে। গত…

Avatar

বিভিন্ন প্রোডাক্ট এর উপর দুর্দান্ত ডিসকাউন্ট নিয়ে ইতিমধ্যেই হাজির হয়ে গেছে Republic Day Sale। এই অফারে জনপ্রিয় ব্র্যান্ড Apple এর iPhone 12 Mini আপনারা পেয়ে যেতে চলেছেন দুর্দান্ত ডিসকাউন্টে। গত অক্টোবর মাসে এই স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে এটি আপনারা কিনতে পারবেন ৪৮,৯০০ টাকা মূল্যে। এখানে আপনারা পাবেন বেশকিছু ব্যাংক এবং এক্সচেঞ্জ অফার। আসুন দেখে নেওয়া যাক কিছু অফার এর ব্যাপারে।

Amazon রিপাবলিক ডে সেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের প্রাইম মেম্বার দের জন্য। সকলের জন্য আগামীকাল থেকে এই সেল চালু করে দেওয়া হবে। Amazon ইন্ডিয়া ওয়েবসাইটে বর্তমানে আপনারা iPhone 12 Mini পাচ্ছেন ৬৪,৪৯০ টাকা মূল্যে। এছাড়া যদি আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনেন তাহলে অতিরিক্ত ৬,০০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। পাশাপাশি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে ১২,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার। এটি হচ্ছে এই ফোনের ৬৪ জিবি মডেলের দাম। এছাড়াও iPhone 12 Mini এর ১২৮ জিবি মডেলের জন্য Amazon আরো কিছু অফার রেখেছে। এই ফোনের দাম রাখা হচ্ছে ৬৪,৪৯০ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু Amazon না, iStore এও আপনি পাবেন বেশ কিছু অফার এই iPhone 12 Mini এর ওপরে। এখানে যদি আপনারা এইচডিএফসি ব্যাংক এর কাস্টমার হন তাহলে পাবেন অতিরিক্ত ৬,০০০ টাকা ক্যাশব্যাক। এ ছাড়া থাকছে ৯,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং অতিরিক্ত ৩,০০০ এর ক্যাশব্যাক। যদি আপনারা সব অফার ব্যবহার করেন তাহলে এই ফোন আপনারা কিনে ফেলতে পারবেন মাত্র ৪৮,৯০০ টাকা মূল্যের মধ্যেই।

About Author
news-solid আরও পড়ুন