Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে আসছে বৈদ্যুতিক রিকশা

আমাজন কর্তৃপক্ষ সবার নজর কাড়তে দ্রব্য ডেলিভারির কাজে আনতে চলেছে বৈদ্যুতিক রিকশা যা চলবে শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে এবং সম্পূর্ণ দূষণমুক্ত। এদিন সোমবার আমাজন সংস্থার CEO জেফ বেজোস একটি ভিডিও ট্যুইটের…

Avatar

আমাজন কর্তৃপক্ষ সবার নজর কাড়তে দ্রব্য ডেলিভারির কাজে আনতে চলেছে বৈদ্যুতিক রিকশা যা চলবে শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে এবং সম্পূর্ণ দূষণমুক্ত। এদিন সোমবার আমাজন সংস্থার CEO জেফ বেজোস একটি ভিডিও ট্যুইটের মাধ্যমে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সারা ভারত জুড়ে আমাজনের ডেলিভারি পয়েন্ট হিসেবে কর্নার স্টোর ছড়িয়ে রয়েছে। এই বৈদ্যুতিক রিকশা ক্রেতাদের পক্ষে লাভজনক এবং বিক্রেতার পক্ষেও লাভজনক।বিক্রেতা এটি বিক্রির মাধ্যমে অনেক টাকা লাভ করতে পারবে।

সংস্থাটি এর আগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে “ডিজিটালাইজড” করতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল। ২৫ বছর আগের স্থাপিত অ্যামাজনের CEO জেফ বেজস এমন এক সময়ে ভারত সফরে আসেন, যখন তাঁর সংস্থাটি দেশজুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভের মুখোমুখি হয়। ২০১৫ সাল থেকে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন অনলাইন খুচরা ব্যবসায়ী আমাজন এবং ওয়ালমার্ট নিয়ন্ত্রিত ফ্লিপকার্টের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ছাড় ও ভারতের বিদেশী বিনিয়োগের বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ভোডাফোনের দুর্দান্ত প্ল্যান, এক রিচার্জে আনলিমিটেড কল, সাথে হাই স্পীড ডেটা

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এক আলোচনা সভায় আমাজন সংস্থার CEO বেজোসকে ভর্ৎসনা করেন।
তিনি বলেন, “আমাজন সংস্থা হয়তো এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল, তবে তারা যদি প্রতি বছর এক বিলিয়ন ডলার লোকসান করে, তবে তাদেরকেই সেই লোকসান হওয়া টাকার অর্থায়ন করতে হবে। সুতরাং, ব্যাপারটি এমন নয় যে তারা এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে ভারতের প্রতি কোনো দয়া করে।”

About Author