কৌশিক পোল্ল্যে: নৃত্য প্রদর্শন এমন একটি প্রতিভা যা চট করে সমস্ত আকর্ষন নিজের দিকে টেনে নিতে পারে। আর নৃত্যে পারদর্শিতা থাকলে সেই ভিডিও ভাইরাল হতে কতক্ষন। আবারো নাচ নিয়ে সেরকই কিছু অবাক করা কারুকার্য দেখালেন এই দুজন।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছেলে ও মেয়ে নাচ করছেন পুরোনো একটি গানে তবে তাদের নাচের ধরন কিন্তু বেশ আধুনিক এবং অত্যাশ্চর্যও বটে। মেয়েটির সঙ্গে নাচের ছন্দে তাল মিলিয়ে যোগ্যসঙ্গত করছেন পুরুষ সঙ্গীটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowফেসবুকে এখন সর্বত্রই ঘুরছে এই ভিডিও। সকলেই প্রশংসা করে কমেন্টে লিখছেন, ‘অ্যামেজিং কম্বিনেশন’। যুগলের নৃত্যে হতবাক আধুনিক নেটিজেনরাও। সেই মনমুগ্ধকর নৃত্যের ভিডিওটি নীচে রইল আপনার জন্য।