বর্তমানে আম্রপালি এবং নিরহুয়ার জুটি ছাড়া ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি অপূর্ণ। বিগত কয়েক বছরে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রিলিজ করা হয়েছে একের পর এক সুপারহিট সিনেমা। যে সিনেমাগুলোতে আম্রপালির বিপরীতে অভিনয় করতে দেখা গেছে সুপারহিট অভিনেতা নিরহুয়াকে। আপনারা জানলে অবাক হবেন, দুর্দান্ত এই জুটিতে বিগত এক দশকে ত্রিশটির বেশি সিনেমা চিত্রায়িত হয়েছে। এছাড়া শতাধিক অ্যালবাম গানেও দুজনকে জমিয়ে রোমান্স করতে দেখা গেছে।
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই রোমান্সে ভরপুর। তাও যদি হয় আম্রপালি-নিরহুয়ার অনবদ্য মিলবন্ধন, তবে তো আর কোন কথাই নেই। যেকোনো প্রকারের সুপারহিট প্রমাণিত হবে সেই সমস্ত সিনেমা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, মূলত আম্রপালি-নিরহুয়ার অনবদ্য জুটির উপর নির্ভর করে বিগত কয়েক বছরে বলিউড নির্ভরশীলতা কাটিয়ে উঠেছে সিনেমা প্রেমীরা। আজকের দিনে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি যুবকদের জন্য খুলে দিয়েছে বিনোদনের আলাদা জগৎ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে ভোজপুরির এই জনপ্রিয় জুটির একটি গান রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুজনকেই উদ্দাম রোমান্স করতে দেখা গেছে। ‘বাতাবা গোরি কাবালে রাজাই সে টাকি’ গানটিতে বদ্ধ ঘরে মেঝের উপর আম্রপালির সাথে একাধিক উষ্ণ দৃশ্য সৃষ্টি করতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আম্রপালির হট ফিগার দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন নিরহুয়া। আর এরপরেই চরম উত্তেজিত হয়ে সেক্সি অভিনেত্রী আম্রপালির সঙ্গে রোম্যান্স করতে শুরু করেন। এই মুহূর্তে উত্তেজিত হতে চাইলে আপনিও উপভোগ করুন ভিডিওটি-