Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে কী কী পরিষেবা পাবেন? জেনে নিন তালিকা

২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন প্রশাসনিক প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মানুষের হাতের নাগালে গিয়ে সমস্যা শোনা ও দ্রুত সমাধান করাই এই উদ্যোগের লক্ষ্য। সাধারণ মানুষের দৈনন্দিন…

Avatar

২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন প্রশাসনিক প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মানুষের হাতের নাগালে গিয়ে সমস্যা শোনা ও দ্রুত সমাধান করাই এই উদ্যোগের লক্ষ্য। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সহজ ও স্বচ্ছ সমাধান—এই লক্ষ্যেই রাজ্য সরকার আনছে এক অভিনব কর্মসূচি। আগামী ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্প বাস্তবায়নে তৈরি হয়েছে বিস্তারিত রূপরেখা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)।

কী কাজ করা যাবে এই প্রকল্পে?

নবান্ন জানাচ্ছে, এই কর্মসূচির অধীনে ১৫ ধরনের জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • নিকাশি ব্যবস্থা উন্নত করা (নালা নির্মাণ বা সংস্কার)

  • পানীয় জলের ব্যবস্থা (টিউবওয়েল, পাইপলাইন, জলের ট্যাঙ্ক)

  • রাস্তার আলো বসানো

  • কমিউনিটি টয়লেট নির্মাণ

  • অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে মেরামতি

  • খেলার মাঠ, পুকুর, বাসস্টপে ছাউনি বসানো

  • বর্জ্য ব্যবস্থাপনা ও কমিউনিটি শেড তৈরি

প্রতিটি কাজ হবে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও মতামত নিয়ে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে।

কোন কোন কাজ করা যাবে না?

এই প্রকল্পে বড় পরিসরের নির্মাণ, যেমন নতুন স্কুল বা সরকারি ভবন তৈরি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জমি কেনা বা ভাড়া নেওয়া যাবে না। কেবলমাত্র আইনগতভাবে সমস্যা-মুক্ত সরকারি জমি ব্যবহার করা যাবে।

প্রশাসনিক প্রস্তুতি কীভাবে চলছে?

রাজ্য, জেলা ও ব্লক স্তরে গঠিত হয়েছে পৃথক পৃথক কমিটি। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে গঠিত হয়েছে অ্যাপেক্স কমিটি। টাস্ক ফোর্সে আছেন ১৩ জন IAS ও BCS অফিসার। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত হচ্ছে জেলাস্তরের টিম।

প্রত্যেক তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র গঠন করা হচ্ছে। প্রায় ৮০ হাজার বুথ থাকায় গড়ে ২৭ হাজার শিবির হবে রাজ্যজুড়ে।

ডিজিটাল প্ল্যাটফর্মেই তথ্য ও সমাধান

এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য, ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করা। প্রতিটি বুথে একটি করে কমিটি থাকবে এবং বুথভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। সেখান থেকেই মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রত্যক্ষ নজরদারির জন্য থাকবেন নোডাল অফিসার।

কবে হবে সমস্যার সমাধান?

নবান্ন জানিয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে সব সমস্যার সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

FAQ: ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. এই প্রকল্পে কে কীভাবে নিজের সমস্যা জানাতে পারবেন?
→ বুথভিত্তিক কমিটির মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি সমস্যা জানানো যাবে।

২. বড় ধরনের নির্মাণ কাজ কেন এই প্রকল্পে করা যাবে না?
→ প্রকল্পটি শুধুমাত্র স্থানীয় ও জরুরি সমস্যার দ্রুত সমাধানের জন্য; বড় নির্মাণের জন্য পৃথক বরাদ্দ প্রয়োজন।

৩. কাদের নেতৃত্বে শিবিরগুলি পরিচালিত হবে?
→ রাজ্য, জেলা এবং ব্লক স্তরে গঠিত কমিটির নেতৃত্বে; বুথভিত্তিক কমিটিতে থাকবেন পরিচিত স্থানীয় ব্যক্তি।

৪. এই প্রকল্পে জমির ব্যবহার কীভাবে নির্ধারিত হবে?
→ শুধুমাত্র সরকারি এবং আইনগতভাবে পরিষ্কার জমি ব্যবহার করা যাবে।

৫. সাধারণ মানুষ এই কর্মসূচির ফল কত দ্রুত পাবেন?
→ সিদ্ধান্ত ১৫ নভেম্বরের মধ্যে, কাজ সম্পূর্ণ হবে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে।

About Author