Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনয়কে প্যাশন করলেও তার জীবনের একটি বড় অংশ ঘিরে ছিল সৌরজগতের অংশ

গত রবিবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। বিজ্ঞানের মেধাবী ছাত্র থেকে নিজের জীবনের প্যাশন হিসেবে আঁকড়ে ধরেছিলেন অভিনয়কেই। একের পর সিনেমা উপহার দিলেও তার মন বিজ্ঞানের…

Avatar

গত রবিবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। বিজ্ঞানের মেধাবী ছাত্র থেকে নিজের জীবনের প্যাশন হিসেবে আঁকড়ে ধরেছিলেন অভিনয়কেই। একের পর সিনেমা উপহার দিলেও তার মন বিজ্ঞানের প্রতি সমানভাবে আকৃষ্ট ছিল। আর তার জন্যই অন্যান্য তারকাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে তাঁর প্রোফাইল ছিল একটু আলাদা ধরনের। সেখানে দেখা গিয়েছে, সৌরজগতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। কখনো চাঁদের পিঠের গর্ত, পৃথিবীর ছবি বা আলোকবর্ষ বিষয়ক ভিডিও।

সুশান্ত চাঁদের মাটিতে জমি কিনেছিলেন। চাঁদের যে দিকটি সবসময় পৃথিবীর বিপরীত দিকে থাকে অর্থাৎ যে দিকটি আমরা দেখতে পাইনা ‘মেয়ার মাস্কোভিয়েন্স’ বা ‘সি অব মাসকোভি’ অংশে জমি কিনেছিলেন অভিনেতা। গত ২০১৮ সালের ২৫শে জুন চাঁদের পিঠের ওই জমি কিনেছিলেন। রাতের আকাশে তারাদের দেশে হারিয়ে যেতেন তিনি। তাঁর কাছে ছিল অত্যাধুনিক টেলিস্কোপ। সেই টেলিস্কোপে চোখ রেখে সৌরজগতের সীমানায় হারিয়ে যেতেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টেলিস্কোপ পেয়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন, “এটি বিশ্বের অত্যাধুনিক টেলিস্কোপ। এই টেলিস্কোপে চোখ রেখেই শনিগ্রহের বলয় দেখতে পাব”। অভিনেতার টেবিলে সাজানো থাকতো মহাকাশযানের বিভিন্ন মডেল। এছাড়া তিনি কিনেছিলেন স্টিলুলেটর। তাঁর কাছে ছিল মূল্যবান বিএমডব্লু কে ১৩০০ ও মোটরসাইকেল। মায়ের মৃত্যুর পর নিজের জীবনে অভিনয়কেই আঁকড়ে ধরেছিলেন। কিন্তু মাঝগগনেই হারিয়ে গেলেন নিজের প্রিয় তারাদের দেশে।

About Author