Today Trending Newsদেশনিউজ

বিকল্প পদ্ধতিতে NPR-এর তথ্য সংগ্রহ কেন্দ্রের

Advertisement
Advertisement

সিএএ এনঅারসি নিয়ে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা কম নয়।অনেকে এনপিঅারকে কেন্দ্র করে ভয়ে রয়েছে তাই অনেক রাজ্যই বিরোধিতা করছে এনপিঅার এর। কিন্তু কেন্দ্রিয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলির মাধ্যমে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য তথ্য নেওয়া শুরু করে।

Advertisement
Advertisement

সম্প্রতি অন্ধ্রপ্রদেশে এমনি ঘটনা উঠে এসেছে। ব্যাঙ্কের KYC নেওয়ার মাধ্যমে NPR এর তথ্য জমা নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই KYC তথ্য জমা না দিলে অ্যকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এমন টাই বলা হয়েছে ব্যাঙ্ক এর তরফে। এই ভয়ে সকলেই তথ্য জমা দেবে যার আড়ালে কেন্দ্র পেয়ে যাবে NPR এর জন্য প্রয়োজনীয় তথ্য।

Advertisement

আরও পড়ুন : নতুন নির্দেশ, সর্বাধিক টাকা তোলার নতুন নিয়ম জানাল RBI

Advertisement
Advertisement

তেলেগু সংবাদপত্র ‘ইনাডু’ দেশের আঞ্চলিক ভাষার সংবাদপত্র গুলির অন্যতম। এই পত্রিকার কৃষ্ণা জেলা সংস্করণে বিজ্ঞাপনটি প্রকাশিত হয় ১১ জানুয়ারি। এই পত্রিকায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নোটিস টি তুলে ধরে বলা হয়েছে ৩১ শে জানুয়ারির আগে গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য জমা না করলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কোন লেনদেন করা যাবে না সেই অ্যাকাউন্টে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব আইন চালু হওয়ার পর এনআরসি চালু হবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই এবং NPR এর মাধ্যমে সেই তালিকা তৈরি হবে বলে অনেকেই ভাবছে।ফলে নাগরিকত্ব যাতে কোনোভাবেই সংশয়ে না পড়ে তার জন্য পশ্চিমবঙ্গ ও কেরালা এনপিঅার বয়কট করেছে।

Advertisement

Related Articles

Back to top button