ইতিমধ্যেই জানা গিয়েছে ছোটপর্দার অভিনেত্রী অলকানন্দা গুহর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সম্প্রতি তার ব্যাচেলার্স পার্টির একাধিক ছবিও সামনে এসেছে সকলের। সম্প্রতি তাকেই দেখা গেল নীলকে নিয়ে তৃণার সাথে ঝামেলা করতে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী? না না ভয় পাওয়ার কিছু নেই। আসলে পুরো ভিডিওটাই মজার ছলে বানিয়েছেন এই তিন অভিনেতা-অভিনেত্রী।উল্লেখ্য এই তিন অভিনেতা-অভিনেত্রী একে অপরের খুবই ভালো বন্ধু। সম্ভবত কোথাও একটা পার্টি করতে গিয়েই দেখা করেছিলেন তারা। আর সেখানেই মজার ছলে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও বানিয়েছেন একসাথে। বলিউডের জনপ্রিয় পার্টি সং ‘ও বয় ইউ আর মাইন’এর সাথে এই মজার ভিডিও বানিয়েছেন নীল তৃণা ও অলকানন্দা। সম্প্রতি সেই ভিডিওটি অলকানন্দা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সকলের সাথে, যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে। পছন্দ করেছেন বাকি নেটিজেনরাও।
Viral Celeb Reel: তৃণার সাথে নীলকে নিয়ে টানাটানি করল এক অন্য অভিনেত্রীর! দেখে অবাক নেটিজেনরা, ভাইরাল ভিডিও
বর্তমানে বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত পরিচিত দুই মুখ হলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার রিয়েল পাওয়ার কাপেল হলেন তারা। প্রায় এক বছর হতে চলল বাস্তবে একে…

By

আরও পড়ুন