Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডে ‘পুষ্পা রাজ’, বনশালির ছবিতে দক্ষিনি তারকা আল্লু অর্জুন

বর্তমান সময়ে দাঁড়িয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমতো টেক্কা দিচ্ছে বলিউডকে। দক্ষিণী তারকাদের সামনে টিকতেই পারছেন না বলিউডের তারকারা। 'বাহুবলী', 'বাহুবলী টু', 'মাস্টার', 'কেজিএফ ২', 'পুষ্পা: দ্যা রাইজ', 'আর আর আর'…

Avatar

বর্তমান সময়ে দাঁড়িয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমতো টেক্কা দিচ্ছে বলিউডকে। দক্ষিণী তারকাদের সামনে টিকতেই পারছেন না বলিউডের তারকারা। ‘বাহুবলী’, ‘বাহুবলী টু’, ‘মাস্টার’, ‘কেজিএফ ২’, ‘পুষ্পা: দ্যা রাইজ’, ‘আর আর আর’ তারই প্রমাণ। পুষ্পার জন্যই বলিউডের রণবীর সিং ও দীপিকা পাডুকন অভিনীত ‘৮৩’ সেভাবে বক্সঅফিসে ব্যবসা করতে পারেনি। বলাই বাহুল্য, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা রীতিমতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বলি তারকাদের। বর্তমানে এখন সকলের নজর দক্ষিণের দিকে।

রণবীর সিং বলিউডের স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালির পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছেন। তবে এই মুহূর্তে বানশালির চোখও দক্ষিণের দিকে। রণবীর সিংকে সরিয়ে এখন পর্দার পুষ্পার দিকে নজর পরিচালকের। আল্লু অর্জুন বম্বেতে পা রাখার পর থেকেই এই খবর ঘুরছে মিডিয়াতে। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানশালি পরিচালিত আসন্ন নতুন ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন আল্লু অর্জুন। এমনকি এও শোনা গিয়েছে, সেই ছবিতে নাকি শুরুতে রণবীর সিংয়ের অভিনয় করার কথা ছিল। তাকে সরিয়েই আল্লু অর্জুনকে নির্বাচন করেছেন পরিচালক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বম্বেতে পর্দার পুষ্পা আসার পর থেকেই বানশালির ছবিতে তার অভিনয়ের গুঞ্জন চলছে চারিদিকে। বম্বেতে আসার পর থেকেই একাধিকবার পর্দার পুষ্পা দেখা করেছেন বলিউডের বানশালির সাথে। আল্লু অর্জুনের বলিউডে অভিনয়ের কথা শুনে উচ্ছ্বসিত তার ভক্তরাও। তারা রীতিমতো এখন থেকেই দিন গুনছেন অভিনেতাকে বড়পর্দায় দেখার জন্য। তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে অভিনেতা কিংবা পরিচালক কেউই মুখ খোলেননি। অফিশিয়ালি কোন ঘোষণাই হয়নি এখনো পর্যন্ত। সেই ঘোষণার অপেক্ষায় অনেকেই। বলিউডে আল্লু অর্জুনের অভিনয়ের খবর রীতিমতো শোরগোল ফেলেছে ইন্ডাস্ট্রির অন্দরেও। এখন সবটাই সময়ের অপেক্ষা।

About Author