Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“Pushpa 2: The Rule”, ট্রেলার রিলিজ হতেই হইচই ইন্টারনেটে, লাখ লাখ ভিউ, দেখুন ভিডিও

এতদিন পর্যন্ত ভারতীয় সিনেমায় একাধিপত্য বিস্তার করে রেখেছিল বলিউড অর্থাৎ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি। একের পর এক হিট ফিল্ম এবং হিন্দি ভাষার সুপ্রিমেসি কাজে লাগিয়ে গোটা দেশে জনপ্রিয়তার শীর্ষে ছিল বলি…

Avatar

এতদিন পর্যন্ত ভারতীয় সিনেমায় একাধিপত্য বিস্তার করে রেখেছিল বলিউড অর্থাৎ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি। একের পর এক হিট ফিল্ম এবং হিন্দি ভাষার সুপ্রিমেসি কাজে লাগিয়ে গোটা দেশে জনপ্রিয়তার শীর্ষে ছিল বলি ইন্ডাস্ট্রি। তবে শেষ কয়েক বছরে এই ট্রেন্ডে অনেকটাই পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে বলি সিনেমার চাকচিক্য ছেড়ে দর্শকদের পছন্দ হতে শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র। ২০২১ বলিউডের কফিনে পেরেক পুঁতেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ‘ সিনেমা। দেশজুড়ে এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল। সকলের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে এই সিনেমার সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্যা রুল‘ নিয়ে। দীর্ঘদিন ফ্যানদের অপেক্ষা করিয়ে আজ কিছুক্ষন আগে পুষ্পা ২ এর ট্রেলার রিলিজ হয়েছে। আপনিও যদি এই সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী ৫ ডিসেম্বর সিনেমা হলে রিলিজ করছে এই সিনেমা।

কয়েক বছর আগে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং সিনেপ্রেমীদের মনে জায়গা করে নেয়। সিনেমাটির মূল চরিত্র পুষ্পা রাজ, যিনি একজন সাধারণ শ্রমিক থেকে ক্রিমিনাল মাফিয়ায় পরিণত হন, তাকে পর্দায় দারুণভাবে উপস্থাপন করেছিলেন আল্লু অর্জুন। সেই সাফল্যের পর, সবমিলিয়ে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে একটি বিশেষ উত্তেজনা কাজ করছে। আজ ‘পুষ্পা ২’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যেই তা সবার মাঝে ভাইরাল হয়ে গেছে। সিনেমাটি নিয়ে আগ্রহের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, ট্রেলারটি কিছুক্ষণ আগে মুক্তি পেয়েও ইতিমধ্যেই লাখ লাখ ভিউ পেয়ে গেছে। দর্শকরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট, মেম, মন্তব্যের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাতে স্পষ্ট, পুষ্পা ২ নিয়ে তাদের উত্তেজনা চরমে পৌঁছেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্রেলারে, পুষ্পা রাজের নতুন এক রূপ দেখা যাচ্ছে, যেখানে তিনি আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর হিসেবে উঠে আসছেন। তার লড়াই, তার ব্যক্তিত্ব, এবং তার দাপট—সব কিছুই একেবারে আলাদা মাত্রায় তুলে ধরা হয়েছে। আল্লু অর্জুনের অভিনয়কে প্রশংসা করতে গেলে শব্দেরও অভাব হয়। প্রতিটি দৃশ্য যেন আরও বেশি করে দর্শকদের কৌতূহল জাগাতে সক্ষম হয়েছে। ট্রেলারের প্রথম থেকেই দর্শক বুঝতে পারে যে, এবার পুষ্পা রাজের গল্প আরও বৃহত্তর হতে চলেছে। সিনেমাতে রশ্মিকা মন্দান্না, ফাহাদ ফাসিল এবং সানি হায়াতের মতো তারকারা এবার আরও বড় ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রেলারটি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজগুলো সরগরম হয়ে উঠেছে। হ্যাশট্যাগ ‘#Pushpa2’ এবং ‘#PushpaRaj’ বর্তমানে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ট্রেন্ডিং। অনেকেই ট্রেলারের বিশেষ কিছু মুহূর্তের স্ক্রিনশট শেয়ার করছেন, আবার কেউ সিনেমার জন্য অপেক্ষা করতে না পেরে রিল ভিডিও তৈরি করছেন। পুষ্পা ২-এর ট্রেলার মুক্তির পর থেকে যা বোঝা যাচ্ছে তা হলো—সিনেমাটি যে শুধু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সফলতার মাইলফলক হবে না, বরং আন্তর্জাতিক স্তরেও আলোড়ন সৃষ্টি করতে পারে। দর্শকদের উত্তেজনা এবং আগ্রহ থেকেই স্পষ্ট যে, এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর তা নতুন এক ইতিহাস সৃষ্টি করবে।

About Author