বিনোদন

সাহসী দৃশ্যে ভরপুর এই সমস্ত ওয়েব সিরিজগুলি, শীতের রাতেও দেখে ঘাম ঝরবে আপনার

উল্লু ও অন্যান্য অ্যাপে প্রায় সাহসী ওয়েব সিরিজ রিলিজ করে

×
Advertisement

বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

Advertisements
Advertisement

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো অন্তরঙ্গতায় পরিপূর্ণ উল্লুর সেরা ৪ ওয়েব সিরিজ সমন্ধে।

Advertisements

ইন্টারনেট দুনিয়ার আনাচে-কানাচে এখন ছড়িয়ে রয়েছে ‘জালেবি বাই’ ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের মূল চরিত্র বাই অর্থাৎ কাজের লোকের ভূমিকায় অভিনয় করছেন প্রাজকতা দুসানে। একাধিক সাহসী খোলামেলা দৃশ্যে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর কিলার এক্সপ্রেশন ও ফিগারের খাঁজে পথ হারিয়েছেন লাখ লাখ পুরুষ অনুরাগী। এই ওয়েব সিরিজটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।

Advertisements
Advertisement

এরপর এই তালিকার রয়েছে জুলি ওয়েব সিরিজ। এর তৃতীয় পার্ট সম্প্রতি রিলিজ করেছে। এই সিরিজে অনেক সাহসী দৃশ্য চিত্রায়িত করা হয়েছে, যা আপনি পরিবার বা সন্তানদের সাথে দেখতে পারবেন না। এর গল্প আবর্তিত হয় এক নার্স ও ডাক্তারের শারীরিক সম্পর্ক গড়ে ওঠা নিয়ে। এতে প্রতিমুহূর্তে রয়েছে হট সিন।

কিছুদিন আগেই রিলিজ করেছে পালং তোড সিরিজের একটি ওয়েব সিরিজ যা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছে। ওয়েব সিরিজটির নাম জারুরাত। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শরণ্যা জে কৌর। ওয়েব সিরিজে শরণ্যা জে কৌর, সবিতা নামক এক কাজের মেয়ের ভূমিকায় কাজ করেছেন। সে এক পক্ষাঘাতগ্রস্ত যুবকের সেবায় নিযুক্ত হয়। তারপর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। এরপর কি হল? জানতে আপনাকে দেখতে হবে জারুরাত ওয়েব সিরিজটি।

এছাড়া এই তালিকায় রয়েছে লাভ গুরু ওয়েব সিরিজ। এতে রয়েছেন জিনি জ্যাজ। এতে একজন মধ্যবয়সী পুরুষ একজন যুবতীর প্রেমে পড়ে এবং প্রেম গুরুর সাহায্যে তাকে পটানোর চেষ্টা করে। এই ওয়েব সিরিজ সাহসী দৃশ্যে ভরপুর।

Related Articles

Back to top button