Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাড়ার সমস্ত ছোটখাটো নার্সিংহোমেও নিতে হবে স্বাস্থ্য সাথী কার্ড, না হলে লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি মমতার

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এবার বেসরকারি হাসপাতালগুলি উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি একটি ঘোষণা করলেন যেখানে তিনি বললেন স্বাস্থ্য সাথী কার্ড থাকলে সেই প্রকল্পের সুবিধা যদি…

Avatar

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এবার বেসরকারি হাসপাতালগুলি উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি একটি ঘোষণা করলেন যেখানে তিনি বললেন স্বাস্থ্য সাথী কার্ড থাকলে সেই প্রকল্পের সুবিধা যদি না দেন তাহলে নার্সিংহোমে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। সমস্ত নার্সিংহোমে এই কার্ড গ্রহণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু সরকারি কর্মচারী নয়, গোটা রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের দ্বার খুলে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঘোষণা মত রাজ্য সরকারের এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মানুষকে আনার কাজ চলছে। দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়েছেন। কিন্তু অনেকের অভিযোগ, স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড থাকলে অনেক হাসপাতাল কিন্তু সেই কার্ড গ্রহণ করছে না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন হাসপাতাল গুলিকে খোলা হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) প্রত্যেক সরকারি এবং বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসার পরিসেবা দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে তাতে কোন সমস্যার সমাধান না হওয়ায় এ দিন মাঠে নামলেন মুখ্যমন্ত্রী। রানাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,” অনেক বড় বড় হাসপাতাল কখনো কখনো বলে, আমরা স্বাস্থ্যসাথী গ্রহণ করব না। আমি তাদের সাথে মিটিং করে বলবো এই প্রকল্প কিন্তু গ্রহণ করতেই হবে। শুধু বড় হাসপাতাল নয়, পাড়ার সমস্ত ছোট ছোট নার্সিংহোম এবং জেলার ছোটখাটো নার্সিংহোমে স্বাস্থ্য সাথী চালু করতে হবে। নইলেনার্সিংহোম এবং চিকিৎসা কেন্দ্রের লাইসেন্স বাতিল করে দেবে রাজ্য সরকার।

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে। তিনি বলেছেন,” কেন্দ্রের প্রকল্পে ৬০ কেন্দ্র এবং ৪০ শতাংশ রাজ্য দেয়। আর আমাদের স্বাস্থ্যসাথী তে ১০০% টাকা আমরা দিই। এতে আপনারা ৫ লক্ষ টাকার সুবিধা পাবে ন। আমরা স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এসেছি দুই বছর আগে। এখন ওরা চাইছে আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ করতে।

About Author