Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইন্দ্রনীল-বরখার সংসারে তৃতীয় ব্যক্তি, উঠে আসছে এই অভিনেত্রীর নাম

মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা হলেও টলিগঞ্জের অতি জনপ্রিয়্য রিয়েল জুটি হল ইন্দ্রলীন সেনগুপ্ত ও বরখা বিশত সেনগুপ্ত। প্রাত দু-দশক ধরে বলি আর টলি ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে চলেছেন ইন্দ্রনীল আর বরখা।…

Avatar

মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা হলেও টলিগঞ্জের অতি জনপ্রিয়্য রিয়েল জুটি হল ইন্দ্রলীন সেনগুপ্ত ও বরখা বিশত সেনগুপ্ত। প্রাত দু-দশক ধরে বলি আর টলি ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে চলেছেন ইন্দ্রনীল আর বরখা। বরখাও প্রথমে ব্লি ধারাবাহিকে অভিনয় করলেও টলিউডে দাপটের সঙ্গে একাধিক সিনেমাতে কাজ করে চলেছেন বিয়ের পরবর্তী সময়ে। এই দম্পতি বিনোদন জগতের৷রীতিমতো ‘কপল গোলস’ দিয়ে থাকেন। এই জুটির পর্দার রসায়ন আর আসল জীবনের রসায়ন সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে টলিগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই দম্পতি। 

এতদিন পেজ থ্রিতে শিরোনামে ছিলেন নিখিল-নুসরত, রোশন-শ্রাবন্তী। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছে ইন্দ্রনীল আর বরখা। কোন তালিকা বুঝতেই পারছেন। হ্যাঁ বিচ্ছেদের তালিকা। কিন্তু টেলিপাড়ার এই মিষ্টি দম্পতি হঠাৎ কেন নিজেদের ১৩ বছরের সম্পর্ক ভাঙতে চলেছেন।এই জুটির বিচ্ছেদের মূলে অন্য কেউ? এর পিছনে রয়েছে কি অন্য রহস্য? টলিপাড়াতে কান পাতলেই শোনা যাচ্ছে, ইশা সাহা পর্দাতে যতই ‘প্রেম পড়া বারণ, কারণে-অকারণ’ তিনি বলুন না কেন, ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি তিনি চুপি চুপি প্রেম করছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টলি অভিনেত্রী ইশা সাহার রখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন এখন বিচ্ছেদের পথে। ইশা আর ইন্দ্রনীলের প্রেম কাহিনির শুরুটা মাস ছয়েক আগে। সেইসময় ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন ইন্দ্রনীল আর তাঁর বিপীরতে ইশা সাহা স্ক্রিন শেয়ার করেছেন। খন টলিপাড়াতে এই গুঞ্জন নাকি শ্যুটিং সেটে খুব ভালো বন্ধু হয়। ধীরে ধীরে এদের বন্ধুত্ব নাকি আরো গভীরতা বাড়তে থাকে। আএ সেই দৃশ্য নজর এড়ায়নি অনেকেরই।

তবে ইন্দ্রনীল-বরখার মজবুত ভালোবাসার সম্পর্কের কথা ভেবে অনেকেই বিষয়টা গুরুত্ব দেননি। তবে জল্পনার জল যে বেশ গভীর তাই তো এর রেশ কলকাতা পেরিয়ে মুম্বই পৌঁছে গিয়েছে তা স্পষ্ট। তবে এর মাঝেই গত মার্চ মাসে ১৩তম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইন্দ্রনীল-বরখা। ব্যাস সেই শেষ তারপর থেকে এই জুটির প্রোফাইলে উঁকি দিলে একে অপরের সাথে আর কোনো পোস্ট নেই। বর্তমানে বরখার প্রোফাইল এখন ইন্দ্রনীলহীন, অন্যদিকে ইন্দ্রনীলের ইনস্টাগ্রাম পোস্টেও বরখার দেখা নেই। যদিও দুজনেই নিজের আদুরে একমাত্র মীরার সঙ্গে ছবি শেয়ার করেছেন এই দম্পতি। তাহলে দুজনের ছবি নেই কেন।

কী কারণেই হঠাৎ এই জুটির এত বেশি দূরত্ব? শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে নাকি একসঙ্গে থাকছেন না এই লাভ বার্ডস। তবে ডিভোর্সের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি নাকি এই জুটি। তবে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী জানান এরকম কিছুই হয়নি। তিনি পুরো সত্যতা অস্বীকার করেছেন । একই সুর ইন্দ্রনীলের ও। দুজনেরই বক্তব্য, তাঁদের সুখী গৃহকোণ আগের মতোই অটুট আছে। 

এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে অভিনেত্রী ইশা বলেন, এই মিথ্যে ব্যাপারটা নিয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য নেই। তাঁর জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত তিনি নিজেই জানেননা। ইশা আরও যোগ করে বলেন, এই ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই। এই গুঞ্জন আদৌ সত্যি কিনা তা তো সময়ই বলে দেবে। 

About Author