বাংলা টেলিভিশনে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘সীমারেখা’তে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার বেশ নিয়মিত সদস্য এই অভিনেত্রী সর্বদাই পোস্টের মাধ্যমে হাজির থাকেন ভক্তদের মাধ্যমে। নিত্যনতুন আকর্ষণীয় সাজে ও লুকে ধরা দেন নেট দুনিয়ায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি একটি মন গরম করে দেওয়ার লুকে ভাইরাল হয়েছেন অলিভিয়া। এবারে সরাসরি বাথটাব থেকে দিয়েছেন মডেলিং পোজ। দুধ সাদা ফেনায় আবৃত শরীর। সেই ফেনার মধ্য থেকে প্রকাশিত অভিনেত্রীর থাই লুকস। বিশেষ খোঁপার স্টাইলে মাথার উপরে বাঁধা চুলগুচ্ছ। ইতিমধ্যেই ছবিগুলি মন হরণ করেছে তাঁর ভক্তদের।