একটানা বৃষ্টির ঘাটতির পর শেষ কয়েক দিনে নিম্নচাপের জন্য কিছুটা হলেও স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ এখন ওড়িশার দিকে। কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির উপর এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের ফলে আগামী ১৩ থেকে ১৫ ই আগস্ট উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। স্বাধীনতা দিবসের আগের দিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায়। এই বৃষ্টির পূর্বাভাস বর্ষাকালের বৃষ্টির ঘাটতি পূরণের সম্ভাবনা দেখাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। আগামী ১৪ ও ১৫ আগস্ট এই হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থাকতেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ১৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য দীঘা, মন্দারমনি ও গঙ্গাসাগরে সমুদ্রে নামা বারণ স্বাধীনতা দিবসের দিনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ অর্থাৎ শনিবার কলকাতা এবং তার আশেপাশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বেলা গড়ালে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকার জন্য ভ্যাপসা গরম অনুভূত হবে। অন্যদিকে, ১৩ ও ১৪ আগস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে।