Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রবিবাসরীয় দিনে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ৩ জেলা, তবে গরম বাড়বে উত্তরবঙ্গে: হাওয়া অফিস

শেষ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ২ জেলাতে টানা বৃষ্টি হয়েছে। এমনকি বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে গরমে হাসফাঁস অবস্থা ছিল দক্ষিণবঙ্গের। এর মধ্যেই আজ দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনালো আলিপুর…

Avatar

শেষ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ২ জেলাতে টানা বৃষ্টি হয়েছে। এমনকি বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে গরমে হাসফাঁস অবস্থা ছিল দক্ষিণবঙ্গের। এর মধ্যেই আজ দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে যে আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকাল সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দুই এক জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলী কলকাতাতেও।

আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে। এখন যেখানে প্রত্যেক বছর জলমগ্ন থাকে কলকাতার রাজপথ, সেই জায়গায় বর্তমানে দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিছুই জোটেনি। হাওয়া অফিস সূত্রে খবর এখন অব্দি বৃষ্টিপাতের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। তবে সেই চিত্রের পরিবর্তন হবে আজ রবিবার থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি, যেমন হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার দিনভর মেঘলা আকাশ থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, একটানা কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার পর এবার বিরাম ঘটবে। জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার মঙ্গলবার বিকেল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

About Author