Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

West Bengal Weather Report: ২৪ ঘন্টায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন, শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

চলতি বছরের শীতের স্পেল বড়ই আজগুবি। অন্যান্য বছরের মত ঠান্ডায় কাঁপতে হয়নি সরস্বতী পুজোর দিনে। তবে বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহের শেষ দিকে ফের দেখা মিলবে শীতের। কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার…

Avatar

চলতি বছরের শীতের স্পেল বড়ই আজগুবি। অন্যান্য বছরের মত ঠান্ডায় কাঁপতে হয়নি সরস্বতী পুজোর দিনে। তবে বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহের শেষ দিকে ফের দেখা মিলবে শীতের। কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। এছাড়া জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রীর নিচেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই শীতের স্পেল থাকবে তিন চার দিনের জন্য।

আগামীকাল রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য কমবে। সোমবার তাপমাত্রা এক ধাক্কায় দু-তিন ডিগ্রি নেমে যেতে পারে। তবে ১ ফেব্রুয়ারি সামান্য তাপমাত্রা বাড়তে পারে। তারপর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শীতের বিদায় ঘন্টা এখনও বাজেনি। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তিন চার দিনের শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে চলতি বছরের জানুয়ারি মাসকে বলা হয়েছে উষ্ণতম জানুয়ারি শেষ পাঁচ বছরের মধ্যে। আসলে একের পর এক পশ্চিমী ঝঞ্জায় আটকে গেছে উত্তরে হাওয়া। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর উচ্চচাপ বলয় থেকে আসছে গরম জলীয় বাতাস। তাই এই জানুয়ারিতে শীতের আমেজের বদলে ঘাম ঝরছে বঙ্গবাসীর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে এবং দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রী সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮-৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।

About Author