Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রনবীরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করলেন আলিয়া, ভাইরাল হল এই ছবি

কৌশিক পোল্ল্যে : শীতের মরশুমে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন রনবীর ও আলিয়া, আর একসঙ্গে ছবি পোস্ট করবেন না, তা কী হয়। বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত এই যুগলের উভয়েই নিজেদের সম্পর্ক নিয়ে…

Avatar

কৌশিক পোল্ল্যে : শীতের মরশুমে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন রনবীর ও আলিয়া, আর একসঙ্গে ছবি পোস্ট করবেন না, তা কী হয়। বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত এই যুগলের উভয়েই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে কোনো রাখঢাক করেননি। নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও বিভিন্ন সময় তাদের একসঙ্গে বেড়ানোর ছবি প্রায়শই ক্যামেরাবন্দি হয়।

আরও পড়ুন : করিনার পেটে হাত বোলাচ্ছেন অক্ষয় কুমার, দেখুন সেই ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি সি বিচ থেকে আলিয়ার বেশ কয়েকটি ছবি পরপর ভাইরাল হয়। তারই তালিকায় যুক্ত হল আরও একটি ছবি। রনবীরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় একটি সেলফি তুলেছেন আলিয়া। উল্লেখ্য নগ্ন শরীরে ছবিতে উপস্থিত অয়ন মুখার্জী, যিনি কিনা এই যুগলের পরবর্তী ছবির পরিচালক। রনবীর আলিয়া অভিনীত সেই বহু প্রতিক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এর এবছর রিলিজ হবার কথা রয়েছে।

 

View this post on Instagram

 

best boys (& good girl) ??

A post shared by Alia ☀️ (@aliaabhatt) on

About Author