Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Alia-Ranbir’s Baby: খুশির আমেজ কাপুর-ভাট পরিবারে, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট

গত বেশ কয়েকমাস ধরে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তান হওয়া নিয়ে তুমুল চর্চা চলছিল মিডিয়াতে। অভিনেত্রী নিজের মা হওয়ার খবর জানানোর পর থেকেই খবরের শিরোনামে ছিলেন তিনি। মাঝে তাদের…

Avatar

গত বেশ কয়েকমাস ধরে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তান হওয়া নিয়ে তুমুল চর্চা চলছিল মিডিয়াতে। অভিনেত্রী নিজের মা হওয়ার খবর জানানোর পর থেকেই খবরের শিরোনামে ছিলেন তিনি। মাঝে তাদের ‘ব্রহ্মাস্ত্র’ বেশ কিছুটা নজর কেড়েছিল। তবে এবার সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন আলিয়া-রণবীর। কন্যা সন্তানের অভিভাবক হলেন তারা। এখন খুশির আমেজ কাপুর ও ভাট পরিবারে।

দীর্ঘদিন ধরেই নতুন সদস্যের অপেক্ষায় ছিলেন সকলে। রবিবার ভোরে এইচএন রিলায়েন্স হসপিটালে প্রথম কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া। সাথে ছিলেন রণবীর কাপুরও। এদিন ডেলিভারির আগে ভোর ভোর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তারা। সেই সময় তাদের পাশে ছিলেন নিতু কাপুর, সোনি রাজদান ও শাহীন ভাট। পরে অবশ্য মহেশ ভাটও পৌঁছে যান সেখানে। নাতনি হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন তারা। মিডিয়ার সামনেও সেই খুশি প্রকাশ করেছেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাদু ও ঠাকুমা হিসেবে মহেশ ভাট ও নিতু কাপুরের দায়িত্ব যে আরও অনেকটা বেড়ে গেল সেকথা আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। তারা যে খুশির সপ্তমে উঠে গিয়েছেন, তা অবশ্য নিজেদের হবে ভাবেই বুঝিয়ে দিয়েছেন তারা। মাঝে রণবীর কাপুর জানিয়েছিলেন, একটি বই পড়া নিয়ে আলিয়ার সাথে তার রীতিমতো ঝামেলা লেগে গিয়েছিল। কারণ অভিনেত্রী চেয়েছিলেন তার পাশাপাশি অভিনেতাও যেন সেই বইটি পড়েন। তবে অভিনেতা কোনভাবেই সেই বইটি পড়েননি। রণবীর কাপুরের কথায় বই পড়ে সন্তান মানুষ করা যায় না। সন্তান মানুষ করা একটা অভিজ্ঞতার মত, যখন সেটা হয় হয়ে যায়। সেইসময় আপাতত আগত। নতুন সদস্যকে নিয়ে তারা সুস্থ থাকুন, এই কামনাই করছেন সকলে। কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলিয়া-রণবীরকে শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন সকলেই।

About Author