ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে সেই চিরপরিচিত সাদা পোশাকেই দেখা গিয়েছে। গঙ্গুবাইয়ের প্রচার চলাকালীন প্রতিটি প্রচার অনুষ্ঠানে সাদা রঙের পোশাক পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর থেকে এটুকু স্পষ্ট যে এই ছবির প্রচারের জন্য সাদা রঙকেই বেছে নিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিনেতাকে সাদা-কালোয় ছাপা একটি শার্ট ও সাদা জিন্স পড়ে থাকতে দেখা গিয়েছে। আপাতত এই তারকা-জুটির রোমান্টিক ডিনার ডেটের এই এক টুকরো ঝলক রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাদের ভক্তরাও।উল্লেখ্য, অয়ন মুখার্জ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রমবারের জন্য নিজের প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বচ্চন সাহেবের সাথে। এই ছবিতে বচ্চন সাহেব ছাড়াও দেখা মিলবে নাগার্জুন ও মৌনি রায়ের। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা রয়েছে। আপাতত সিনেমা ও এই তারকা-জুটির অনুরাগীরা ‘ব্রহ্মাস্ত্র’এর অপেক্ষায়।
রোমান্টিক ডিনার ডেটে আলিয়া-রণবীর, ক্যামেরার সামনে লজ্জায় লাল অভিনেত্রী
বর্তমানে ইন্ডাস্ট্রির গঙ্গুবাই তিনি। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'গঙ্গুবাই কথিয়াওয়াড়ি' বক্সঅফিসে এক বিপুল সাড়া ফেলেছে। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়ার অভিনয় রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। দর্শকমহলের পাশাপাশি তার অভিনয়…

আরও পড়ুন