কিন্তু সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, আপাতত তাঁর বিয়ের কোনো প্ল্যান নেই। আলিয়া বলেন, তাঁর বয়স মাত্র পঁচিশ বছর। এই বয়সে বিয়ের মত সিদ্ধান্ত নেওয়া যায় না। আলিয়ার এই সাক্ষাৎকারের ফলে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমত জল্পনার সৃষ্টি হয়েছে। তাহলে কি সত্যিই রণবীর ও আলিয়ার সম্পর্কে চিড় ধরেছে! সেই চিড় মেরামতের জন্যই কি এই জয়পুর ট্রিপ?কিছুদিন আগে জুম টিভির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে রণবীরের সাথে একসঙ্গে বসে জনপ্রিয় ফিল্ম ‘লাভ আজ কাল’-এর গান ‘ইয়ে দুরিঁয়া’ গাইতে দেখা গিয়েছে। আলিয়ার গানের কথা ভুল হলে তা ধরিয়ে দিচ্ছিলেন রণবীর। এমনকি লকডাউনের সময় ঋষি কাপুরের মৃত্যুর আগে পর্যন্ত আলিয়া ও রণবীর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। গত দুই বছর ধরে আলিয়া ও রণবীর সম্পর্কে থাকার পর চলতি বছরের গোড়ায় কাপুর পরিবারের তরফে ঘোষণা করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে হতে চলেছে আলিয়া-রণবীরের। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আলিয়াকে পছন্দ করেন না রণবীরের মা নিতু সিং (Neetu singh)। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি রণবীরের দিদি রিধিমা(Ridhima kapoor) ও পছন্দ করতেন আলিয়াকে। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর আলিয়া ও রণবীর আলাদা থাকতে শুরু করেছেন। রণবীরের বাংলোর কাছেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া।কিছুদিন আগেই এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ‘RRR’-এর শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরেছেন আলিয়া। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সঞ্জয় লীলা বনশালী(Sanjay Leela Bhanshali) পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং। এই ফিল্মে গাঙ্গুবাঈ(Gangubai)-এর চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।
বন্ধুদের সাথে সুইমিং পুলে উষ্ণতা ছড়াচ্ছেন আলিয়া, মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী
সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাট (Alia bhatt)-কে দেখা গেল বান্ধবীদের সঙ্গে সুইমিং পুলে উষ্ণতা ছড়াতে। এই মুহূর্তে মিডিয়ায় চলছে রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়ার বাগদান নিয়ে জল্পনা। কিছুদিন আগে একটি…

আরও পড়ুন