Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহেশ ভাটের জন্মদিনে মেয়ে আলিয়ার চিঠি, বাবার উদেশ্যে কী লিখলেন অভিনেত্রী?

সোনি রাজদান ও মহেশ ভাটের কনিষ্ঠ সন্তান আলিয়া ভাট। এবারে বাবার জন্মদিনে লিখলেন কিছু শব্দ যা স্থান পেল সোশ্যাল মিডিয়ার পাতায়। ২০২০ তে মহেশ ভাট একদম ল্যাজে গোবরে খেলেছেন, এই…

Avatar

সোনি রাজদান ও মহেশ ভাটের কনিষ্ঠ সন্তান আলিয়া ভাট। এবারে বাবার জন্মদিনে লিখলেন কিছু শব্দ যা স্থান পেল সোশ্যাল মিডিয়ার পাতায়। ২০২০ তে মহেশ ভাট একদম ল্যাজে গোবরে খেলেছেন, এই সময় যদি মেয়ে পাশে না দাড়ায় তবে সোজা হয়ে দাঁড়ানো খুবই মুশকিল তা মহেশজি হয়তো টের পেয়েছেন। চলুন দেখে নিই কী লিখলেন আলিয়া……

‘আজকের দিনটাতে বেশি কিছু বলার নেই ৷ যা বলতে চাই, ক্যাপশনে আটবে না ৷ কিন্তু আমাদের পছন্দের ছবি থেকে একটা লাইন বলতে চাই ৷ নিজের ভিতরটা দেখো, তুমি অনেক এগিয়ে আছো নিজের মধ্যে ৷ মনে রেখো, তুমি কে ? মনে রেখো’ ৷ শেষ লাইনে আলিয়া লিখলেন, ‘তুমি একজন ভাল মানুষ, অন্য কিছুতে বিশ্বাস নেই !

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের ইমস্টাগ্রামে অনেক ছবি আলিয়া পোস্ট করেছেন। নিজের ছোট বেলার ছবি পোস্ট করে আবেগে ভেসে গেছেন অভিনেত্রী।

এইবছর মহেশজির ভাগ্যও মহেশজি কে সাথ দেয় নি। রিয়া চক্রবর্তী কে নিয়ে অনেক ঘোল খেতে হয়েছে মহেশ ভাটকে। এমনকি মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর গোপন চ্যাটও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। ছিঃ ছিক্কার রব ওঠে ভাট পরিবারের বিরুদ্ধে। কিন্তু দুই মেয়েই মহেশ ভাটের পাশে দাঁড়ান। আলিয়ার কথায় মহেশ ভাট হলেন তাঁর কাছে সব থেকে ভালো মানুষ। যে যাই বলুক, কোন কিছুতেই পরোয়া নেই স্টুডেন্ট অব দ্য ইয়ার এর নায়িকার। শুধু বাবাই সেরা।

About Author