Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলের তলায় চলে গেলেন আলিয়া, তারপর যা হল

কেয়া দাস : বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে পাকাপাকি জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।১০ বছরের কেরিয়ারে অভিনয় করেছেন "Highway","Dear Zindegi", "Udta Panjab","Gully Boy" -এর মত ছবিতে। তবে শুধুই যে…

Avatar

কেয়া দাস : বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে পাকাপাকি জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।১০ বছরের কেরিয়ারে অভিনয় করেছেন “Highway”,”Dear Zindegi”, “Udta Panjab”,”Gully Boy” -এর মত ছবিতে। তবে শুধুই যে অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তারকা,তা কিন্তু নয়। প্লেব্যাক তো আগেই করেছেন নিজের ছবিতে, সম্প্রতি রিলিজ করেছে তার পাঞ্জাবি মিউজিক ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার নিজের পারফরমেন্সের জন্য “ভোগ ওম্যান অফ দ্য ইয়ার ২০১৯”-এ সেরা পারফরমারের খেতাম অর্জন করেছেন অভিনেত্রী।

জলের তলায় চলে গেলেন আলিয়া, তারপর যা হল

আর এবার “ভোগ ম্যাগজিন”-এর হয়ে আন্ডার ওয়াটার ফোটোশুট সারলেন বিটাউনের “পাটাকা গুড্ডি”।

জলের তলায় চলে গেলেন আলিয়া, তারপর যা হল

জলের তলায় ও স্টাইলিশ-বোল্ড অবতারে ফ্ললেস আলিয়া।

About Author