সাদা জামদানিতে অভিনেত্রীর স্নিগ্ধ সাজ মন কেড়েছে সকলেরই। এদিন সাদা জামদানির সাথে সাদা স্লিভলেস ডিপনেক ব্লাউজ পরেছিলেন তিনি। কানে পান্নাসবুজ পাথর বসানো সোনালী রঙের বড় ঝোলা দুল পরেছিলেন। আঙুলে ছিল রুপোর আংটি। পায়ে সোনালী রঙের কোলাপুরি হিলতোলা জুতো। চুলের সাজসজ্জাও ছিল বাহারি, সাথে ছিল সাদা গোলাপ। হালকা গোলাপী লিপস্টিকে সাজিয়েছিলেন ঠোঁট। এক কথায় বলতে গেলে এদিন সাদা জামদানিতে শ্বেত-শুভ্র সাজে রীতিমতো নেটিজেনদের মোহিত করে তুলেছেন তিনি। রইল ছবি।
Alia Bhatt: সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেত-শুভ্র সাজে মজে গোটা নেটদুনিয়া
শুক্রবার ২৫'শে ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেল সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'গাঙ্গুবাই কথিয়াওয়াড়ি'। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল পরে গিয়েছিল বলিউডের অন্দরে। শুরু থেকেই অভিনেত্রী আলিয়া ভাটের লুক…

আরও পড়ুন