চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও রাম চরণকে। এছাড়াও এই ছবিতে অজয় দেবগনকে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলেই জানিয়েছেন পরিচালক। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘শোলে’। এই গানের মাধ্যমেই ট্রিবিউট জানানো হয়েছে ভারতের কিছু বীর স্বাধীনতা সংগ্রামীদের।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আরআরআর’ ছবির ‘শোলে’ গানটি। সম্প্রতি ও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই গানের কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “সেলিব্রেট দ্যা ম্যাজিক অফ ইন্ডিয়ান সিনেমা”। এই গানের মাধ্যমে সর্দার বল্লভ ভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, রানী লক্ষ্মীবাঈ, ছত্রপতি শিবাজী, ভগৎ সিং’এর মতো একাধিক বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাতু নাতু’ গানের দৃশ্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই গান এখনো ট্রেন্ডিং হয়ে রয়েছে নেটদুনিয়ায়। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের মাঝে। একাধিকবার এই ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। তবে চলতি মাসের ২৫’শে মার্চ বড়পর্দায় অর্থাৎ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগন এই ছবির অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে দর্শকদের কাছে। ‘আরআরআর: রাইজ রোর রিভোল্ট’ মুক্তির অপেক্ষায় রয়েছে অগণিত দর্শকরা। আবারো দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউড মিলিত হয়ে আরও একটি ছবি আনতে চলেছেন, যা নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপাবে আসা রাখছেন ছবির কলাকুশলীরা। এবারে এটাই দেখার ‘আরআরআর’ ঠিক কতটা প্রভাব ফেলতে পারে মানুষের মনে।