আলিয়া রণবীরের জীবনে খুশির হওয়া শুরু হয়েছে ২০১৭ থেকেই। ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর ক্যাটরিনার বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন রণবীর। এরপর প্রেম, প্রেগন্যান্সি, বিয়ে আর কন্যা সন্তান রাহা। এবারে আবারও সুখবর দিল কাপুর ফ্যামিলি। মা নিতু কাপুর খুশির জোয়ারে ভাসছে।
তাহলে কি আবারও গুড নিউজ দিলেন আলিয়া নাকি অন্য কিছু? এই মুহূর্তে আলিয়া হলিউড নিয়ে ব্যস্ত। প্রিয়াঙ্কা চোপড়ার পর আলিয়া পৌঁছে গেছেন পশ্চিমী দুনিয়ায়। ‘হার্ট অফ স্টোন’-এর সুবাদেই এবার হলিউডি ব়্যাম্প কাঁপিয়েছেন রণবীর ঘরণী আলিয়া।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আলিয়া ভাটের শাশুড়ি, অর্থাৎ রণবীর কাপুরের মা নিতু কাপুরও ঈশ্বরকে প্রসাদ নিবেদন করছেন এবং প্রচুর মিষ্টি বিতরণ করছেন। এই ভিডিও সামনে আসতেই অনেকে গসিপ শুরু করেন আলিয়ার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে। যদিও আলিয়া এখন ব্যস্ত হলিউড প্রজেক্ট নিয়ে। তাহলে ব্যাপারটা কি?
বলিউডে তিনটে পরিবারকে প্রায় গোটা বিশ্ব জানে। খান, বচ্চন পরিবার এবং কাপুর পরিবার এর সদস্যরা বিশ্ব দরবারে বিশেষভাবে পরিচিত। তাই এরা কি করছে না করছে সবটাই থাকে চর্চায়। ঘটনা হল, ফের ঠাকুমা হয়েছেন নিতু কাপুর। তবে এবারে ছেলে রণবীরের ঘরের থেকে সুখবর পাননি, পেয়েছেন একমাত্র ননদের ঘর থেকে। ঋষি কাপুরের নিজের বোন হলেন রিমা জৈন। রিমার নিজের ছেলে আরমান জৈন। তাহলে রণবীর কাপুরের পিসির ছেলে হলেন আরমান। এই আরমানের ঘরেই আসে পুত্র সন্তান, যার আনন্দে সামিল নিতু কাপুর। ঠিক এই কারণেই মিষ্টি বিলি করেন প্রবীণ অভিনেত্রী নিতু। তাহলে গসিপের অবসান হল, আপাতত মেয়ে রাহাকে নিয়ে বিন্দাস আছেন রণবীর আলিয়া।