Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Alia Bhatt: সম্পন্ন হল আলিয়ার সাধের অনুষ্ঠান, সবার সামনেই বউকে ভালোবাসায় ভরিয়ে দিলেন রণবীর

খুব শীঘ্রই চলতি বছরে মা হতে চলেছেন আলিয়া ভাট। গত কয়েকমাস ধরেই এই খবর ঘুরে ফিরে আসছে মিডিয়াতে। আলিয়ার মা হওয়ার খবর জানার পর থেকেই কাপুর ও ভাট পরিবারের পাশাপাশি…

Avatar

খুব শীঘ্রই চলতি বছরে মা হতে চলেছেন আলিয়া ভাট। গত কয়েকমাস ধরেই এই খবর ঘুরে ফিরে আসছে মিডিয়াতে। আলিয়ার মা হওয়ার খবর জানার পর থেকেই কাপুর ও ভাট পরিবারের পাশাপাশি নতুন সদস্যের আসার অপেক্ষায় দিন গুনছেন তাদের অগণিত ভক্তমহলও। সম্প্রতি সম্পন্ন হয়েছে আলিয়ার সাধের অনুষ্ঠান। এই মুহূর্তে সেই ছবিই ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

সম্প্রতি আলিয়া ভাট নিজেই নিজের সাধের অনুষ্ঠানের সমস্ত ঝলক শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে রীতিমতো ঘোরাফেরা করছে গোটা নেটদুনিয়ায়। এদিন কাপুর ও ভাট পরিবার এক জায়গায় মিলিত হয়েছিলেন আলিয়ার সাধের অনুষ্ঠান উপলক্ষে। এদিন নিতু কাপুরের পাশাপাশি উপস্থিত ছিলেন কারিশ্মা কাপুর ও পরিবারের বাকি সদস্যরাও। অন্যদিকে ভাট পরিবার থেকে উপস্থিত ছিলেন পূজা ভাট, মাহেশ ভাট, সোনি রাজদানের পাশাপাশি আরো অনেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজেদের আসন্ন সন্তানের মঙ্গলের কথা মাথায় রেখেই রণবীর কাপুর ও আলিয়া ভাট দুজনেই হাত জোড় করে পুজোতে বসেছিলেন। পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়াকেও। জড়িয়ে ধরে সকলের সামনে অভিনেত্রীর গালে চুম্বন করতেও দেখা গিয়েছে রণবীরকে। সেই ছবিটি এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে , যা বেজয় পছন্দ হয়েছে তার ভক্তদেরও। আপাতত অভিনেত্রীর শেয়ার করা সেইসমস্ত ছবিগুলিই রয়েছে চর্চার আলোতে। আর সেই সূত্রেই এই মুহূর্তে নেটদুনিয়ায় সকলের মাঝে চর্চিত হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আপাতত সকলেই সুখবরের আশায়।

About Author