Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Alia Bhatt: প্রকাশ্যে মনের মানুষ রণবীরের উদ্দেশ্যে আলিয়া বলেই ফেললেন, ‘আমার বয়ফ্রেন্ড!’

বলিউডের অন্যতম লাভ বার্ডসের মধ্যে নাম আসে আলিয়া ভাট আর রণবীর কাপুরের। প্রকাশ্য বলিউড অ্যায়ার্ড শোয়েত মঞ্চ হোক কিংবা বিয়ে বাড়িতে কিংবা কোনো আমন্ত্রণ হোক। নিজের মনের মানুষ রণবীর কাপুরকে…

Avatar

By

বলিউডের অন্যতম লাভ বার্ডসের মধ্যে নাম আসে আলিয়া ভাট আর রণবীর কাপুরের। প্রকাশ্য বলিউড অ্যায়ার্ড শোয়েত মঞ্চ হোক কিংবা বিয়ে বাড়িতে কিংবা কোনো আমন্ত্রণ হোক। নিজের মনের মানুষ রণবীর কাপুরকে পাশে পেলেই একটু বেশি লজ্জা পান বলিউড ডিভা আলিয়া ভাট। কিছুদিন আগেই নিজের নতুন ছবি ট্রেলার লঞ্চের সময় অভিনেত্রী বলেছেন, তাঁর জীবনে ইংরেজি অক্ষর ‘আর’ (R) বেশ গুরুত্বপূর্ণ। অবশ্য একথা তিনি নিজে থেকে বলেননি। তাঁকে দিয়ে প্রায় একপ্রকাদ বলানো হয়েছে।

কয়েকদিন আগে নতুন বছরের শুরুতে বিদেশের এক গভীর জঙ্গলে একান্তে সময় কাটাতে গিয়েছিলেন ‘রালিয়া’। জঙ্গলযাপনের কিছু ছবি নতুন বছরে আলিয়া পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ার পাতাতে। আর সেই জঙ্গলেই আলিয়ার বেশকিছু ছবি তুলেছেন প্রেমিক রণবীর। আর সেই ছবিগুলি পরপর নিজের সোশ্যাপ মিডিয়াতে পোস্ট করে আলিয়া ক্যপাশানে লিখেছেন, “বয়ফ্রেন্ডের ছবি তোলার গুণগতমান বাড়াচ্ছি।” এখানে তিনি৷ বয়ফ্রেন্ড বলতে যে তিনি রণবীরকে বলেছেন, তা তিনি নাম না নিয়েও স্পষ্ট করে দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই দুই তারকাকে একসাথে পর্দাতে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। ২০২২ সালে অর্থাৎ এবছর মুক্তি পাবে এই নতুন ছবিটি। আর এই ছবি মুক্তির পর তারপরই নাকি বিয়ে করবেন রণবীর ও আলিয়া। তেমনটাই বলি পাড়ার শোনা যাচ্ছে। এমনকি জানা গিয়েছে এই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং করতে গিয়েই দুজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে দুজনের অফস্ক্রিন কেমিস্ট্রি অনেকের পছন্দ কিন্তু অন-স্ক্রিনে তাঁদের কেমিস্ট্রি এখনও দেখা বাকি আছে সিনে দর্শকের। দুজনের অনুরাগীরা ভালবেসে এই জুটিকে নাম দিয়েছেন ‘রালিয়া’।

দুজনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে রণবীর ও আলিয়ার একাধিক প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। আলিয়ার আগে রণবীরের সঙ্গে সম্পর্ক ছিল ক্যাটরিনা কাইফের সাথে। আর তারও আগে দীপিকা পাড়ুকোনের। এর মাঝেও রণবীরের আরো কিছু প্রেমের গুঞ্জন শোনা যায়। কিন্তু সবচেয়ে বেশি চর্চা হয়েছে রণবীরের সাথে ক্যাটরিনা ও দীপিকাকে নিয়ে। ক্যাটরিনার জন্যই নাকি রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল দীপিকার। সেই তিক্ততা দীপিকার মধ্যে আজও বিরাজমান। দুজনের ঠান্ডা লড়াই প্রায়সই প্রকাশ্যে চলে আসে। তবে বর্তমানে দীপ্স আর ক্যাট দুজনেই বিবাহিত। আর নিজেদের বিবাহিত জীবন চুটিয়ে উপভোগ করছেন। অন্যদিকে একইভাবে আলিয়ারও বহু সম্পর্ক হয়েছে। নিজের কোস্টার সিদ্ধার্থ মালহোত্রার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তবে সব পুরোনো সম্পর্ক ভুলে আলিয়ায় মজেছেন রণবীর আর রণবীরে মজেছেন আলিয়া।

Alia Bhatt: প্রকাশ্যে মনের মানুষ রণবীরের উদ্দেশ্যে আলিয়া বলেই ফেললেন, ‘আমার বয়ফ্রেন্ড!’

About Author