খুব শীঘ্রই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। দেশের আট রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গ, ওড়িশা, মেঘালয় সহ আরও ৫ টি রাজ্যে জারি বিশেষ সতর্কতা। ওড়িশার উপকূলবর্তী ১২ টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ দেখা দিয়েছে। এই নিম্নচাপেই পরবর্তী ২৪ ঘণ্টাতে ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড় সঠিকভাবে কোথায় আছড়ে পড়বে তা নিশ্চিতভাবে বলতে পারেনি হাওয়া অফিস। তবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যেই আছড়ে পড়ার সম্ভাবনা বেশি।
ওড়িশার জেলাশাসকের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ কোটরে হয়েছে। মানুষদের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে।