Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরে শুধুই অর্ন্তবাস, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অলন‍্যা, ভাইরাল ছবি

ইতিমধ্যে অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে বলিউডে ডেবিউ করে ফেলেছেন। কিন্তু তাঁর খুড়তুতো বোন অলন‍্যা পান্ডে তাঁকে টেক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। পেশায় ট্র‍্যাভেল ভ্লগার অলন‍্যা বলিউডে…

Avatar

ইতিমধ্যে অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে বলিউডে ডেবিউ করে ফেলেছেন। কিন্তু তাঁর খুড়তুতো বোন অলন‍্যা পান্ডে তাঁকে টেক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। পেশায় ট্র‍্যাভেল ভ্লগার অলন‍্যা বলিউডে অভিনয় বা মডেলিং করতে ইচ্ছুক নন। তিনি জানিয়েছেন ট্র‍্যাভেলিং তাঁর নেশা। তাঁর নেশাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে অলন‍্যা বিভিন্ন স্টাইলে ফটোশুট করতে পছন্দ করেন। তাঁর ভ্লগের ব্র‍্যান্ডিং-এর কারণে অলন‍্যা বিভিন্ন ধরনের ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর অধিকাংশ ফটোতে তাঁকে বিকিনিতে দেখা যায়। বিকিনিতে তাঁকে যথেষ্ট আকর্ষণীয় লাগে। এই কারণে তাঁর ফটোগুলি ভাইরাল হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজনেসম্যান চিক্কি পান্ডে এবং সেলিব্রিটি ফিটনেস এক্সপার্ট ডিয়ানে পান্ডের মেয়ে অলন‍্যা মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও ক্রমশ ভ্লগার হিসাবে আত্মপ্রকাশ করেন। লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে ফ‍্যাশন ডিজাইনিংয়ে স্নাতক অলন‍্যা ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসাবেও কাজ করেন।

সম্প্রতি অলন‍্যা ট্র‍্যাভেল ভ্লগার আইভর ম্যাকক্রের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেছেন। এই মুহূর্তে তাঁরা কলোরাডোতে রয়েছেন। অলন‍্যা কলোরাডো থেকে প্রায়ই বিভিন্ন সাহসী ফটো শেয়ার করেন ইন্সটাগ্রামে। চাঙ্কি পান্ডের পরিবার অলন‍্যার সাহসী পদক্ষেপ পছন্দ না করলেও অলন‍্যার মা ডিয়ানে অলন‍্যাকে সমর্থন করেন।

About Author