BB Plusবলিউডবিনোদনভাইরাল & ভিডিও

সন্তানসম্ভবা হলেন অক্ষয়কুমার, ভাইরাল ভিডিও দেখে হইচই নেটদুনিয়ায়

Advertisement
Advertisement

‘খিলাড়ি’ অক্ষয়কুমার(Akshay kumar)-এর পক্ষে সব কিছুই সম্ভব। যেরকম সম্ভব হয়েছিল, রাজীব ভাটিয়া (Rajib bhatia) থেকে অক্ষয়কুমার হয়ে ওঠা। হোটেলের একজন সাধারণ ওয়েটার থেকে বলিউডের সুপারস্টার হয়ে ওঠার জার্নি নেহাত সহজ ছিল না। সম্প্রতি অক্ষয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয় অন্তঃসত্ত্বা। তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এই ভিডিওটি তিন বছর আগে স্টার প্লাসের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রোমোর জন্য শুট করা হয়েছিল। ভিডিওতে গর্ভবতী অক্ষয়ের যত্ন এবং সন্তানের জন্ম দেখানো হয়েছে। মজার ছলে শুট করা এই প্রোমো দর্শকদের মনোরঞ্জন করেছে।

Advertisement
Advertisement

এই মুহূর্ত অক্ষয় ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং ফিল্ম ‘বেলবটম’-এর শুটিংয়ে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর (Vani kapoor)। অবশেষে বহু প্রতীক্ষার পর চলতি বছর গুড ফ্রাইডে-তে মুক্তি পেতে চলেছে অক্ষয় ও ক‍্যাটরিনা কাইফ (Katrina kaif) অভিনীত ফিল্ম ‘সূর্যবংশী’। রোহিত শেঠি (Rohit shethy) পরিচালিত ফিল্ম ‘সূর্যবংশী’ গত বছর রিলিজ করার কথা থাকলেও করোনা অতিমারীর কারণে তা পিছিয়ে যায়।

Advertisement

এর মধ্যেই ‘ফোর্বস’ ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী অক্ষয়কুমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা হিসাবে নজির তৈরী করেছেন। এই তালিকায় রয়েছে সলমন খান (salman khan) ও রজনীকান্ত (Rajanikant)-এর নামও। এছাড়াও প্রযোজনা সংস্থা ‘ভায়াকম 18′-এর সত্তর শতাংশ মালিকানা রয়েছে অক্ষয়ের হাতে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button