Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাতির মল দিয়ে তৈরি চা খেলেন অক্ষয় কুমার, বিয়ার গ্রিলসের সঙ্গে ভয়ানক ভিডিও শুট করলেন খিলাড়ি, ভাইরাল ভিডিও

ডিসকভারি প্লাসের জনপ্রিয় এডভেঞ্চার অনুষ্ঠান 'ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস' এ আগামী ১১ই সেপ্টেম্বর তৃতীয় ভারতীয় হিসেবে অংশ নিতে দেখা যাবে বলিউড স্টান্ট মাস্টার তথা অভিনেতা অক্ষয় কুমারকে। বিশ্বের…

Avatar

ডিসকভারি প্লাসের জনপ্রিয় এডভেঞ্চার অনুষ্ঠান ‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ এ আগামী ১১ই সেপ্টেম্বর তৃতীয় ভারতীয় হিসেবে অংশ নিতে দেখা যাবে বলিউড স্টান্ট মাস্টার তথা অভিনেতা অক্ষয় কুমারকে। বিশ্বের সেরা দুই সাহসী এডভেঞ্চারপ্রিয় আইকনকে একসঙ্গে দেখার ইচ্ছায় রুদ্ধশ্বাস প্রহর গুনছেন ভারতীয়রা। এর মধ্যে ইন্সটা প্রোফাইলে সেই অনুষ্ঠানের কিছু ক্লিপিংস দিয়ে তৈরি বিজ্ঞাপনটি শেয়ার করে মানুষের মধ্যে সঞ্চিত কৌতূহলকে কয়েকগুণ বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার।

রুদ্ধশ্বাস বিজ্ঞাপনটিতে গভীর অরণ্যে দুজনকে যাত্রা করতে দেখা যাচ্ছে। কখনো জঙ্গলের কুমির ভরা নদীতে সাঁতরে পাড় হতে হচ্ছে, আবার কখনো বা দড়িতে ঝুলে উলটো অবস্থায়। আবার দেখা যাচ্ছে উঁচু পুলে দড়ি বেয়ে উঠতে, অথবা চলন্ত ট্রাকে লাফিয়ে উঠতে অক্ষয়কে। জঙ্গলে দেখা গেছে বুনো হাতির পালকেও। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল অক্ষয়কে খেতে দেখা যাচ্ছে হাতির মলের চা, যা হতবাক করেছে স্বয়ং গ্রিলসকেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওর ক্যাপশনে খিলাড়ি লিখেছেন–‘আমি আগেই জানতাম ‘ইন্টু দ্য ওয়াইল্ডউইথ বিয়ার গ্রিলস’ এ কঠিন চ্যালেঞ্জ থাকবে। বিয়ার গ্রিলস আমার হাতির মলের চা খাওয়া দেখে সম্পূর্ণ হতবাক। দিনটি অসাধারণ।’

আগামী ১১ সেপ্টেম্বরের জন্য কৌতূহলী হয়ে অপেক্ষারত গোটা দেশ। অক্ষয় কুমারের আগে এই শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণী তারকা রজনীকান্তও অংশ নিয়েছেন।

About Author