সংযুক্তাকে ঘোড়ায় তুলে পিছনে বসালেন পৃথ্বীরাজ তথা অক্ষয়। এবার সেই দৃশ্য দেখেই অনেকে অভিনেতাকে ট্রোল করলেন। শুধু এই দৃশ্যের জন্য নয় সাথে আছে অভিনেতা অভিনেত্রীর বয়সের পার্থক্য। কারণ এই ছবির নায়ক অক্ষয় কুমারের বয়স ৫৪ এবং নবাগত নায়িকা মানুষী চিল্লরের বয়স ২৪। বলিউডে নায়ক নায়িকার এই বয়সের বিস্তর ফারাক নিয়েই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হলেন বলিউড খিলাড়ি।একজন ইউজার লিেখছেন, ‘অক্ষয় কুমারের বয়স ৫৪, মানুষী চিল্লরের বয়স ২৪। এটা স্বাভাবিক কী করে হতে পারে? আবার কেউ লিখেছেন, ‘কানাডীয় পাসপোর্ট থাকা অক্ষয় কুমার ২৪ বছরের এক নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন। নায়ক বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। কারও আবার বক্তব্য, পৃথ্বীরাজ চৌহান ৪৮ বছর বয়সে মারা গিয়েছিলেন। আবার তাঁরই চরিত্রে অভিনয় করবেন ৫৪ বছরের অভিনেতা। দুঃখজনক ভাবে বলিউডে এই মুহূর্তে ৫০-এর নীচে কোনও নায়ক নেই। অনেকেই আবার অক্ষয়কে কানাডা কুমার বলেও আক্রমণ করেছেন।A fearless warrior. An epic love story. Witness the grand saga of Samrat #Prithviraj Chauhan. Celebrate #Prithviraj with #YRF50 only at a big screen near you on 21st January ’22. pic.twitter.com/KdngngmT78
— Yash Raj Films (@yrf) November 15, 2021
Akshay Kumar's age – 54 yrs.
— Coby (@superfunkie) November 15, 2021
Manushi Chhillar's age – 24 yrs.
What the hell man…how is this even normalised? 🤯🙄 https://t.co/5886PbGL7O
উল্লেখ্য, কিছুদিন আগে বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, বয়স্ক নায়করা চান্স পেলেও, নায়িকাদের বয়স বেশি হয়ে গেলে তারা আর কাজ পান না। উদাহরণস্বরুপ নীনা গুপ্তার কথা লিখেছিলেন তিনি। পরে অবশ্য বাধাই হো ছবিতে বহু বছর পর কামব্যাক করেন নীনা গুপ্তা। তবে যতই ট্রোল হোক অভিনেতার এই সিনেমা বেশ হিট হয়।akshay kumar needs to get a grip. how tf can a 54 actor be paired with a 24 year old actress? it’s disgusting 🤢
— 🎄 aman 🎄 (@ayemayen1_) November 15, 2021